বাস দুর্ঘটনায় পাশে থাকা গ্রামবাসীদের সংবর্ধনা প্রদান দেওয়ানদিঘী পুলিশের
পারিজাত মোল্লা,
পথ দুর্ঘটনায় ‘পরোপকারী’ গ্রামবাসীর পাশে দাঁড়ালো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। গত ২১ শে মার্চ বর্ধমান বোলপুর রোডে আলমপুর গ্রামের কাছে দুটি বাসের মধ্যে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যার ফলে মোট ৬৪ জন যাত্রী গুরুতরো আহত হয় এবং স্থানীয় আলমপুর গ্রামবাসীদের সহায়তায় আহত যাত্রীদের অতি দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। যার ফলে অনেক মানুষের প্রাণহানি এড়ানো যায়।শনিবার সেই জন্য আলমপুর গ্রামবাসির কাছে পূর্ব বর্ধমানের জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে এবং সম্মাননা প্রদর্শন করে আর তাদেরকে স্থানীয় থানার পুলিশ সম্বর্ধনাও দেয়, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোন দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে এগিয়ে আসে।এদিনকার এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের এসপি শ্রী সায়ক দাস মহাশয় এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের এএসপি শ্রী অর্ক ব্যানার্জি মহাশয়। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি (ডিইবি) শ্রী রাম গোপাল মন্ডল মহাশয় এবং এমভি সেকশনের ইন্সপেক্টর শ্রী রাজকুমার ঘোষ মহাশয়।