সল্টলেকে ‘ভাইব্রেন্ট ট‍্যাক্স সামিট ২০২৫’ শীর্ষক সেমিনারে বিচারপতি জয় সেনগুপ্ত

মোল্লা জসিমউদ্দিন ,

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ট‍্যাক্স এডভোকেটদের প্রতিষ্ঠান ‘ট‍্যাক্স এডভোকেটস এ‍্যাসোসিয়েশন’ এবং ‘ওয়েস্ট বঙ্গল ন‍্যাশনাল জুরিডিকাল সায়েন্স’ এর যৌথ উদ্যোগে সারাদিন ব‍্যাপী ট্যাক্স সেমিনার অনুষ্ঠিত হল সল্টলেকের ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে। শনিবার অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্রীমতি শ্রীজা মুখোপাধ‍্যায়।প্রদীপ প্রোজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি ক্যালকাটা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী জয় সেনগুপ্ত। উপস্থিত ছিলেন ট‍্যাব এর প্রেসিডেন্ট শ্রী এস কে তুলসীয়ান , সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় , ইউনিভার্সিটির উপাচার্য ড: নির্মল কান্তি চক্রবর্তী, জি. এস. টি কমিশনার শ্রী ডি পি কারনাম, সি. জি. এস. টি প্রিন্সিপাল কমিশনার শ্রী মনোজ কুমার কেডিয়া হাই কোর্টের সিনিয়র সিনিয়ার আইনজীবী শ্রী অভ্রতোষ মজুমদার প্রমুখ । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত আইনজীবি গন ও ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা। ভারতীয় ন্যায় সংহিতা আইন ২০২৩ ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন ২০২৩ জিএসটি ও ইনকাম ট্যাক্স এর তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে একটি নাতিদীর্ঘ আলোকপাত করেন শ্রী মজুমদার ও অধ‍্যাপক ডঃ সঞ্জয় কুমার অনুষ্ঠানটি পরিচালনা করেন ডঃ সরফরাজ আহমেদ খান। পরিশেষে ‘ইনকাম ট্যাক্স বিল ২০২৫’ নিয়ে সবিস্তারে আলোচনা করেন আইনজীবি শ্রী সজ্জন তুলসিয়ান , পরিচালনা করেন আইনজীবি শ্রীমতি রীতা মুখার্জী। পরিশেষে আইনজীবি বিপুল কুন্ডলিয়া এবং আইনজীবি বিনয় শ্রফ ২০২৫-২০২৬ এর আর্থিক বিল নিয়ে মুখ্য সংশোধনী নিয়ে আলোচনা করেন ।মডারেটর ছিলেন আইনজীবি শ্রী রাজেশ মিশ্র।ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার শ্রী রাজা চক্রবর্তী। ভবিষ‍্যতে আরো বহুবিদ আইনজীবিদের জন‍্য শিক্ষামূলক সেমিনার করার প্রতিশ্রুতি জানিয়ে সারাদিনব্যাপী চলা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।সসঞ্চালনায় ছিলেন অধ‍্যাপক শ্রীমতি সহেলি চক্রবর্তী ।

Leave a Reply