বন্ধন ব্যাঙ্ক Shaurya Salary Account প্রদান করার জন্য ভারতীয় বিমান বাহিনীর সাথে মৌ স্বাক্ষর করলো
পারিজাত মোল্লা,
• বিমান বাহিনীর কর্মীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা আর্থিক পরিষেবা, যা নিশ্চিত করবে সহজ ও সুবিধাজনক ব্যাঙ্কিং অভিজ্ঞতা।
• Shaurya Salary Account একটি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট, যা বিমান বাহিনীর কর্মীদের জন্য একাধিক সুবিধা প্রদান করবে।
• প্রতিরক্ষা কর্মীদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ বন্দন ব্যাঙ্ক, যা ইতিমধ্যেই SPARSH সার্ভিস সেন্টার হিসেবে প্রতিরক্ষা পেনশনভোগীদের জন্য পরিষেবা প্রদান করছে।
26 মার্চ 2025: বন্ধন ব্যাঙ্ক আজ ঘোষণা করলো যে, তারা ভারতীয় বিমান বাহিনীর (IAF) সাথে একটি মৌ স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রতিরক্ষা কর্মীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা কর্পোরেট স্যালারী একাউন্ট- ‘Bandhan Bank Shaurya Salary Account’ প্রদান করা হবে। ভারতীয় বিমান বাহিনীর কর্মীরা বন্ধন ব্যাঙ্কের 1700-র বেশি শাখা থেকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, নিজের ও পরিবারের জন্য বীমা সুরক্ষা, আকর্ষণীয় সুদের হার সহ একাধিক বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বন্ধন ব্যাঙ্ক ইতিমধ্যেই প্রতিরক্ষা কর্মীদের জন্য SPARSH সার্ভিস সেন্টার হিসাবে কাজ করছে, যেখানে ডিফেন্স অ্যাকাউন্টসের কন্ট্রোলার জেনারেলের (CGDA) সাথে পার্টনারশীপে 557টি নির্ধারিত শাখার মাধ্যমে প্রতিরক্ষা পেনশনভোগী ও তাঁদের পরিবারের জন্য পরিষেবা প্রদান করা হচ্ছে।
চুক্তিটি স্বাক্ষর করেন এয়ার ভাইস মার্শাল উপদেশ শর্মা (VSM), অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (অ্যাকাউন্টস & এয়ার ভেটেরান্স), প্রতিরক্ষা মন্ত্রক এবং দেবরাজ সাহা, হেড – গভর্নমেন্ট বিজনেস গ্রুপ, বন্ধন ব্যাঙ্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় রায়, হেড – ব্রাঞ্চ ব্যাঙ্কিং, স্বাতী দত্ত, হেড – সেন্ট্রাল গভর্নমেন্ট বিজনেস, বন্ধন ব্যাঙ্ক-সহ IAF এবং বন্ধন ব্যাঙ্কের অন্যান্য আধিকারিকরা।
এই পার্টনারশীপ সম্পর্কে মন্তব্য করে শ্রী রাজিন্দর বাব্বার, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার,বন্ধন ব্যাঙ্ক বলেন, “একটি সর্বভারতীয় ব্যাঙ্ক হিসেবে, বন্ধন ব্যাঙ্ক সর্বদা দেশের সেবায় অঙ্গীকারবদ্ধ। সরকারি সংস্থাগুলোর সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী পার্টনারশীপ শুধু ব্যাঙ্কিং পরিসেবার সম্প্রসারণ নয়, বরং বিশ্বাস ও নির্ভরযোগ্যতার এক মজবুত ভিত গড়ে তোলার প্রতিফলন। ভারতীয় বায়ুসেনার সঙ্গে এই নতুন অধ্যায় আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশাল শাখা নেটওয়ার্ক এবং কাস্টমাইজড পরিষেবার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে, বায়ুসেনার বীর সেনানীরা তাঁদের ব্যাঙ্কিং চাহিদার জন্য সর্বোচ্চ মানের অভিজ্ঞতা পান।”
এই উপলক্ষ্যে শ্রী দেবরাজ সাহা, হেড – গভর্নমেন্ট বিজনেস গ্রুপ, বন্ধন ব্যাঙ্ক বলেন, “ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে এই পার্টনারশীপ আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা গর্বিত যে, IAF-এর সঙ্গে যুক্ত হয়ে তাঁদের জন্য বিশেষভাবে ডিজাইন করা ‘শৌর্য স্যালারি অ্যাকাউন্ট’ এর মাধ্যমে কাস্টমাইজড ও নির্বিঘ্ন ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করতে পারছি, যা তাঁদের আর্থিক প্রয়োজন মেটাতে সহায়ক হবে।“
বন্ধন ব্যাঙ্ক দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে দৃঢ় পার্টনারশীপ গড়ে তুলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বন্ধন ব্যাঙ্ককে একটি এজেন্সি ব্যাঙ্ক হিসেবে নিয়োগ করেছে, পাশাপাশি কেন্দ্রীয় প্রত্যক্ষ ও পরোক্ষ কর পর্ষদ কর্তৃক কর সংগ্রহ, কেন্দ্রীয় নাগরিক পেনশন ও রেলওয়ে পেনশন বিতরণের অনুমোদন প্রদান করেছে।