রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হাইকোর্টের দারস্থ উপাচার্য 

মোল্লা জসিমউদ্দিন

আইনী রক্ষাকবচ নিয়ে বিশ্ববিদ্যালয় যেতে চান এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গত সোমবার উত্তাল হয়েছিল  জোড়াসাঁকো ক্যাম্পাস।এ বিষয়ে এবার পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। তবে এই মামলা তাঁর এজলাসে নেওয়ার এক্তিয়ার নেই বলে জানিয়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সূত্রের খবর, এরপরই বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে মামলা দায়েরের প্রস্তুতি শুরু করেছেন উপাচার্য।পড়ুয়াদের অভিযোগ, -‘অস্থায়ী উপাচার্যের তুঘলকি আচরণের জেরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা। তাই অবিলম্বে তাঁকে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে’, এই অভিযোগে গত সোমবার রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে উপাচার্যকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে।পড়ুয়াদের অভিযোগ, -‘ ২০২৩ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার পদে স্থায়ী কাউকে বসানো হয়নি। তারই জেরে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে’। গত সোমবার বিক্ষোভের মুখে পড়ে ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সোমবারের পর মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রছাত্রীরা।এরফলে বিশ্ববিদ্যালয়ে ঢোকা যাবে না বুঝেই আদালতের দ্বারস্থ হয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।আদালত সংশ্লিষ্ট থানা কে নিরাপত্তার বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছে । 

Leave a Reply