খায়রুল আনাম বীরভূম : বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে গীতাঞ্জলি-২০২৫ উৎসব। শ্রীনিকেতন- শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ এই উৎসবের আয়োজন করেছে বলে ২৪ মার্চ সাংবাদিকদের জানান উন্নয়ন পর্ষদের কর্ণধার বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তাদের অনুপস্থিতিতে সম্মান জানানো হবে। আর এজন্য বোলপুর- শান্তিনিকেতনে যে প্রচার এবং বড় বড় তোরণ তৈরী করা হয়েছে তাতে গীতাঞ্জলি বানান ‘ গীতাঞ্জলী’ লেখা হওয়া নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।