সোশ্যাল মিডিয়ার থেকে বেরিয়ে অভিনয় জগতে পা রাখছেন প্রিয়াঙ্কা ।

কলকাতা প্রতিনিধি

বাংলার মানুষের কাছে এখন জনপ্রিয় একটি প্লাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া। অবসর সময় হোক বা দৈনিক কাজের মাধ্যমে এগিয়ে চলার মাধ্যম সোশ্যাল মিডিয়া। রিল , ভিডিও , জনপ্রিয়তার একটি জায়গা করে নিয়েছে আজকের মানুষ এর কাছে। আর সেই মাধ্যম এর মাধ্যমেই নিজেকে এগিয়ে চলতে চলতে সুযোগ পেলেন অভিনয় জগতে প্রিয়াঙ্কা ভট্টাচার্জ । সময় কখন থেমে থাকে না নিজের কাজে সঠিক ভাবে এগিয়ে গেলে তার সঠিক ফল সময় ঠিক দেয় সেই জায়গায় আজ প্রিয়াঙ্কা । নিজের কাজ কে এগিয়ে নিয়ে চলার মনোভাব ও পরিশ্রম তাকে হয়তো এই জায়গায় পৌঁছে দিয়েছে । সোশ্যাল মিডিয়া থেকে তার পরিচিতি আজ তার আবার নতুন করে পথ চলার শুরু । ইতি মধ্যেই তিনি অভিনয় জগতে পা দিয়েছেন । তার অভিনীত একটি ফিল্ম খুব” অন্তহীন” তাড়াতড়ি দর্শক দের সামনে আসতে চলছে। নিজের ফিল্ম এর কাজকে সমান পর্দর্ষিতায় সাবলীল ভাবে করতে পারছেন তিনি । শুধু সোশ্যাল মিডিয়া থেকে তার পথ চলার শেষ নয় এগিয়ে চলায় তাকে এবার দেখা যাবে একটি নতুন চরিত্রে বাংলা ফিল্ম এর আঙিনায়।
দৈনিক জীবনে সোশ্যাল মিডিয়ার যেমন ভালো প্রভাব পরে তেমনি খারাপ ও । কিন্তু তার পথ এ তিনি তার এই নিজের মাধ্যম কে সঠিক পথে এগিয়ে চলতে সফল।
সিনেমা জগতে কাজ শুরু করলেও তিনি একজন সফল ভাবে অভিনয় শিল্পী যার পথ তিনি অনেক লড়াই এর মাধ্যমে খুঁজে পেয়েছেন আজ ।
অপেক্ষা শুধু সময় এর তাকে দেখা যাবে এবার এক নতুন অভিনীত চরিত্রে বাংলা সিনেমার পর্দায় ।

Leave a Reply