অন্নকূট উৎসব ঘিরে মেতে উঠল বাঙ্গালপুর ও হাটূরিয়ার বাসিন্দারা
প্রণব ভট্টাচার্য, হাওড়া:- গ্রামীণ জেলার বাগনান এক ব্লকের হারপ বাঙ্গালপুর বারোয়ারি পূজা কমিটির আয়োজনে
আয়োজিত হল বিরাট অন্নকূট উৎসব।
হারপ বাঙ্গাল পুর টাওয়ার পোলের নিকট রাধা কৃষ্ণের পূজা উপলক্ষে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষজনের ঢল নামল অন্ন কূটের অনুষ্ঠানে। এলাকায় গিয়ে দেখা গেল উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো। প্রায় হাজার পাঁচেক আট থেকে আশি বছরের কৃষ্ণ ভক্ত ও গুণগ্রাহীরা স্বপরিবারে মিলিত হয়েছেন।পরের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে বলে জানা গেছে। পূজার আয়োজন ও পরিধি উত্তরোত্তর আরো বৃদ্ধি করতে বদ্ধপরিকর আয়োজক কর্তৃপক্ষ।