• বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির বসন্ত উৎসব সার্থক

  • দীপঙ্কর সমাদ্দার:মহাসমারোহে হাবরাতে পালিত হলো ‘বাণীপুর বসন্ত উৎসব সোসাইটি’র বসন্ত উৎসব 2025। যে উৎসবে মূল আকর্ষণ ছিল চিত্রকর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান ঘিরে প্রথম অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা এবং দোল উৎসবের দিন অনুষ্ঠিত হয় এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলকাতা সহ মফস্বল এর প্রখ্যাত চিত্রশিল্পীদের নিয়ে বিশাল চিত্রকর্মশালা। সংস্থার পক্ষে গৌতম সরকার জানালেন তাদের এই চিত্রকর্মশালায় প্রখ্যাত চিত্রশিল্পীরা উপস্থিত হয়ে তাদের সব থেকে সেরা ছবিটি অংকন করেছেন এই চিত্রকর্মশালায়। সংস্থার পক্ষ থেকে প্রত্যেক শিল্পীর জন্য আপ্যায়ন ও চিত্রকর্মশালার শেষে স্মারক দিয়ে সম্মানিত করলেন গৌতম বাবু । চিত্রশিল্পীরা জানালেন উৎসব কমিটির তাদের জন্য সুন্দর আম গাছের ছায়ায় চেয়ার টেবিল সহ ছবি আঁকার যাবতীয় সরঞ্জাম এর খুব সুন্দর আয়োজন রেখেছেন প্রত্যেক শিল্পীর জন্য। সকালে প্রত্যেক শিল্পীর জন্য টিফিন এবং দুপুরে খাবারের ব্যবস্থা ছিল। এখানে এসে তাদের সম্পূর্ণ পরিবেশ এবং উৎসব কমিটির আয়োজনে তারা ভীষণ খুশি এবং তারা ভালোবেসে ছবি এঁকেছেন। প্রথম দু’দিনে যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল সেই ছবিগুলো দিয়ে অসাধারণ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। প্রত্যেকটা ছবি ছিল অনেক উন্নতমানের।অনুষ্ঠান এ ছিল বিভিন্ন মিউজিক একাডেমির নিজস্ব শিল্পীদের অসাধারণ গান এবং নৃত্যানুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানে কম করেও পাঁচ হাজারের মতো মানুষ যোগদান করেছিল। এবং তাদের জন্যও দুপুরে খাবারের আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে।আদিবাসী নৃত্য ঘিরে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল একটা অন্যরকম ভালোলাগা। সংগীতে উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দিল নিলয় শুভ্র ভট্টাচার্য ,সঞ্চারী নাগ ,দীপঙ্কর মিত্র। অসাধারণ নৃত্য পরিবেশন করলো, সুজিত কর্মকারের সুন্দরম দলটি। শত কন্ঠে বসন্ত বন্দনা সকলের নজর কেড়েছে।এক কথায় বলা যায় ছোট্ট একটা শান্তিনিকেতন এর ছবি উঠে এলো এই বসন্ত উৎসবে। তাদের এই উৎসব ঘিরে প্রশাসন এর দায়িত্বশীল ভাবে যথেষ্ট সতর্ক থেকেছেন ।

Leave a Reply