হলদিয়াতে ভুয়া আইপিএস গ্রেফতার!

জুলফিকার আলি,


পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া নীল বাতি লাগানো গাড়ি চেপে লোকসভার সচিবালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে ঘুরে বেড়ানো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হলদিয়া সুতাহাটা থানার পুলিশ। সূত্রে জানা যায় চৈতন্যপুর বাসিন্দা প্রদীপ্ত রাজ পন্ডিতে শিক্ষাগত যোগ্যতা বি কম ওই ব্যক্তি বাড়িতে মঙ্গলবার পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  নিশীথ প্রামানিক। ঐদিন সন্ধ্যায় বাড়ি থেকে ওই ভুয়ো আধিকারিক সন্দেহে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পরে সুতাহাটা থানার পুলিশ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং তাকে গ্রেফতার করে আজ হলদিয়া মহকুমার আদালতে তোলা হয়।

Leave a Reply