সৈয়দ শাহ হজরত মোর্তাজ আলি বাবার মাজার শরীফ ঘিরে মেলার প্রস্তুতি সভা লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
খয়রাশোল ব্লকের লোকপুর থানার নিকটস্থ দক্ষিণে শাল নদীর তীরবর্তী ভালুকতোড় গ্রাম। সেখানে হজরত সৈয়দ শাহ্ মোর্তাজ আলী বাবার মাজার শরীফ বিরাজমান। প্রতিবছর বাংলা ৩ রা ফাল্গুন ওনার উরস মোবারক পালিত হয়ে থাকে। এবারে ও তার ব্যাতিক্রম হয়নি। তবে গ্রামবাসীদের উদ্যোগ যে মাজার শরীফ ঘিরে একটি গ্রামীণ মেলার আয়োজন করা। সেই হিসেবে স্থানীয় লোকপুর থানা এলাকার বিভিন্ন গ্রামের নানান সম্প্রদায়ের লোকজন নিয়ে সোমবার মেলা উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রামবাসী তথা উদ্যোক্তাদের তরফে জানানো হয় যে মাজার শরীফ ঘিরে এবছর প্রথম একটি মেলার আয়োজন করতে চাইছি। যেখানে এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সহযোগিতা প্রয়োজন। মেলা খেলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এটা একটা বার্তা বলা যেতে পারে। উল্লেখ্য উরস মোবারক পালনের সময় মাধ্যমিক পরীক্ষা ছিল সেজন্য মেলার দিনক্ষণ পিছিয়ে ১ লা এপ্রিল থেকে ৩ রা এপ্রিল পর্যন্ত দিন স্থির করা হয়েছে বলে একান্ত সাক্ষাৎকারে জানান গ্রামবাসী তথা উদ্যোক্তাদের তরফে সেখ হাসিবুদ্দিন।