শঙ্কর নেত্রালয়ে ৫০ লক্ষ টাকার অপটোমেট্রি রুম দান প্রবাসী বাঙালীর

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি ২০২৫: লন্ডন প্রবাসী ফার্মাসিস্ট রথীন বন্দ্যোপাধ্যায় কলকাতার শঙ্কর নেত্রালয়ে পাঁচটি অপ্টোমেট্রি রুম দান করলেন। এই কক্ষগুলি আধুনিক চক্ষু চিকিৎসায় ব্যবহৃত হবে।
তিনি এই দান তুলে দেন শঙ্কর নেত্রালয়ের চেয়ারম্যান ডা: টি. এস. সুরেন্দ্রন-এর হাতে। শংকর নেত্রালয়ের প্রেসিডেন্ট ডা: গিরিশ এস রাও আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আধুনিক প্রযুক্তি নির্ভর এই অপ্টোমেট্রি রুমগুলি রোগীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। চোখের অসুখ নির্ণয়ের জন্য এই চিকিৎসার ঘরগুলি যথেষ্ট উপযোগী হবে বলে শংকর নেত্রালায় কর্তৃপক্ষ জানিয়েছেন।

শ্রী বন্দ্যোপাধ্যায় ফার্মেসি নিয়ে নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি রয়্যাল ফার্মাসিউটিক্যাল সোসাইটি’র সদস্য ও চার্টার্ড ফার্মাসিস্টও। লন্ডনের ম্যুরফিল্ডস চক্ষু হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ফার্মাসিস্ট রথীন বন্দ্যোপাধ্যায় ২৭ বছর ধরে লন্ডনের এই হাসপাতালে কর্মরত ছিলেন। তাঁর বর্ণময় কর্মজীবনে চোখের চিকিৎসায় নানা উপাদান তিনি উদ্ভাবন করেছেন যা চিকিৎসার খরচে সাশ্রয় করতে সহায়তা করেছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে তাঁর অবদান অনস্বীকার্য।
শঙ্কর নেত্রালয় বিষয়ে:
১৯৭৮ থেকে চোখের চিকিৎসায় অগ্রণী প্রতিষ্ঠান শঙ্কর নেত্রালয় চেন্নাই শহরে কাজ করে চলেছে। পূর্ব ভারতে এই পরিষেবা পৌঁছে দিতে ২০০৯-এ ইস্টার্ন বাইপাস লাগোয়া মুকুন্দপুরে গড়ে ওঠে শঙ্কর নেত্রালয়ার কলকাতায় প্রথম চোখের হাসপাতাল। বিগত দশকে নিউ টাউনে শুরু হয় হাসপাতালের নতুন শাখা কমল নয়ন বাজাজ শঙ্কর নেত্রালয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চোখের চিকিৎসাকে সহজলভ্য করে তুলতে এগিয়ে এসেছে ডা: এস এস বদ্রিনাথ-এর এই প্রতিষ্ঠান।

Leave a Reply