ভাড়াটিয়ার কাছ থেকে ঘর সংস্কারের জন্য আর্থিক প্রতারণায় বাড়ি মালিকের জেল – জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, 

অগ্রিম বাড়িভাড়া এবং পরবর্তীতে বাড়ি সংস্কারের জন্য মোটা অংকের অর্থ চেয়ে আর্থিক প্রতারণা বিষয়ক এক মামলায় সম্প্রতি ব্যাঙ্কশাল  কোর্টের ১৬ নং এজলাস এক বাড়ি মালিক কে ৩ বছরের জেল এবং ৫ হাজার টাকার আর্থিক জরিমানা ( অনাদায়ে অতিরিক্ত ৬ মাস জেল)  এর নির্দেশ জারি করেছে।এই মামলায় আসামি আল্পনা হাজরা এর আগেও দুটি পৃথক মামলায় ৬ মাস করে সর্বমোট ১২ মাস অর্থাৎ ১ বছর জেল হেফাজতে থাকার নির্দেশ জারি করা হয়েছে, যদিও তিনি বর্তমানে জামিনে রয়েছেন   । জানা গেছে মুচিপাড়া থানা এলাকায় স্থানীয় এক দালাল লাল্টু গুহের মধ্যস্থতায় দিপু বিশ্বাল নামে এক ব্যক্তি  আল্পনা হাজরার ঘরভাড়া নেন ২০০৮ সাল নাগাদ। সেসময় অগ্রিম বাড়িভাড়া তো বটেই ঘর সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ১ লক্ষ ৪০ হাজার টাকা নেন ভাড়াটিয়ার কাছ থেকে। পরবর্তীতে কোন ঘর সংস্কার না হওয়ায় টাকা চাইলে সম্পর্কে অবনতি ঘটে উভয়ের মধ্যে। ২০১২ সালে ১২ ডিসেম্বর ৪২০ নং ধারা অর্থাৎ আর্থিক প্রতারণার অভিযোগ আনেন ভাড়াটিয়া দিপু।ব্যাঙ্কশাল  কোর্টের ১৬ নং এজলাসে এই মামলার শুনানি চলে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই মামলার রায়দান ঘটে। এই মামলার সরকার পক্ষের আইনজীবী অরুপ চক্রবর্তী জানিয়েছেন  -” ইন্ডিয়ান পেনাল কোডের ৪২০ নং ধারায় মাননীয় বিচারক অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে ৩ বছরের জেল এবং ৫ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন “। 

Leave a Reply