খায়রুল আনাম,

বীরভূম : বোলপুর-শ্রীনিকেতন রোডের বাঁধগোড়ায় সাঁঝবাতি নামে একটি বহুতল আবাসনে সোমবার ১০ ফেব্রুয়ারী সন্ধ্যার পরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় এক দম্পতির। প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়েই স্বামী-স্ত্রীর মৃত্যু হয় বলে মনে করা হয়। বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের পরে তা দাহ করা হয়েছে। ওই আবাসনের বাসিন্দাদের বোলপুর পৌরসভার পক্ষ থেকে সরিয়ে নিয়ে গিয়ে স্থানীয় একটি অনুষ্ঠান ভবনে রাখা হয়েছে। তাদের সমস্ত দায়িত্ব বহন করছে বোলপুর পৌরসভা। বোলপুর পৌরসভার বর্তমান চেয়ারম্যান পর্ণা ঘোষ জানিয়েছেন, তার সময়কালে ওই আবাসন হয়নি। তাই তিনি এই মর্ম্মান্তিক ঘটনার দায়িত্ব নিতে পারেন না। তবে, বর্তমান পরিস্থিতিতে আবাসনের বাসিন্দাদের দায়িত্ব পৌরসভা বহন করছে। পরবর্তীতে বোলপুর পৌরসভা এলাকায় বহুতল নির্মাণের সমস্ত দিক পৌরসভা খতিয়ে দেখবে। এদিকে এই মর্ম্মান্তিক ঘটনার পরে বুধবার ১২ ফেব্রুয়ারী দুপুরে পাঁচ সদস্যের একটি ফরেন্সিক টিম এসে পৌঁছয়। বোলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা আবাসনের ভিতরে তদন্ত ও নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন। এদিকে ওই আবাসনের বাসিন্দারা জানাচ্ছেন, তদন্তের কাজ দ্রুত শেষ করে তাদের আবাসনে প্রবেশের অনুমতি দেওয়া হোক।

Leave a Reply