আরজিকর  দুর্নীতি মামলায় চার্জ গঠন করবে নিম্ন আদালতই, জানালো কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন

শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরজি কর দুর্নীতি মামলায় জানিয়ে দিল -‘চার্জ গঠন করবে নিম্ন আদালত অর্থাৎ আলিপুর আদালতে সিবিআই এজলাসই’ । এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্যা বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে -‘ আগামী সোমবার আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে অভিযুক্তরা তাদের বক্তব্য জানাতে পারবে।পরের দিন অর্থাৎ আগামী মঙ্গলবার এ বিষয়ে ডিভিশন বেঞ্চে শুনানি হবে’। অর্থাৎ নিম্ন আদালতে চার্জ গঠন হলেও পুরো তদন্ত প্রক্রিয়া চলবে উচ্চ আদালতের নজরদারিতেই।আরজি কর দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের চার্জ গঠনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, সুমন হাজরারা।এদিন শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, -‘ সিবিআইয়ের নথি এবং অভিযুক্তদের দেওয়া নথিতে কোন অপ্রাসঙ্গিক বিষয় রয়েছে কিনা? তা খতিয়ে দেখবে নিম্ন আদালত’। তারপর আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ফের মামলার শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। উল্লেখ্য, গত বছরের ৯ অগস্ট আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ-খুন করা হয়। ওই মামলার সূত্র ধরেই সামনে আসে আরজি করে দুর্নীতির অভিযোগ । ওই মামলাতেই পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে থাকে। ওই দুর্নীতি মামলার চার্জ গঠনে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল অভিযুক্তরা।এই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সন্দীপ ঘোষের আইনজীবী জানিয়েছেন , -:ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য। তাঁদের প্রায় কুড়ি হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে যা পড়ার সময় দেওয়া হয়নি’। সেক্ষেত্রে সিঙ্গেল  বেঞ্চ কী করে বলতে পারে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে, এই প্রশ্ন ছিল ওই আইনজীবীর।শুক্রবার সন্দীপ ঘোষের এই সওয়ালের পক্ষেই মত দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ , -‘প্রত্যেক অভিযুক্তের সপক্ষে বক্তব্য রাখার আধিকার রয়েছে। এত  কাগজ  পড়ার সময় দিতে হবে। এত তাড়াহুড়ো করলে হবে না। তবে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করাও যাবেনা’। এরপরই ডিসচার্জ পিটিশনের জন্য অভিযুক্তকে সাত দিন সময় দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ । এবং তার সাতদিনের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে। এবার আদালত জানিয়ে দিল, -নিম্ন আদালতেই হবে চার্জ গঠন’। প্রথম পর্যায়ে সাতদিন এবং শেষ পর্যায়ে সাতদিন সর্বমোট ১৪ দিন সময় পাচ্ছেন সন্দীপরা।ওয়াকিবহাল মহল মনে করছে এতে পরবর্তীতে দুর্নীতি মামলায় জামিন পেতে সুবিধা হতে পারে অভিযুক্তদের। 

Leave a Reply