মগরায় ব্যবসায়ী খুন, সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস ৭ অভিযুক্ত 

নিজস্ব প্রতিনিধি, 

সোমবার হুগলির চুঁচুড়া আদালত এক খুনের মামলায় অভিযুক্তদের সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস দিল। আদালত সুত্রে জানা গেছে, হুগলির মগরায় গুলি করে খুন করা হয় আক্তার আলি নামে এক ব্যবসায়ীকে। এদিন ৮ বছর ধরে সেই মামলা চলার পর প্রমাণের অভাবে সাত অভিযুক্তকেই বেকসুর খালাস করল হুগলির চুঁচুড়া আদালত। বিবাদী পক্ষের আইনজীবহী মৃন্ময় মজুমদার বলেন, ”উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে আদালত খুনের মামলায় অভিযুক্ত সাত জনকেই খালাসের নির্দেশ দিয়েছেন বিচারক।” জানা গেছে, গত ২০১৬ সালের ১৬ এপ্রিল সকাল ৭টায় ঈশ্বর গুপ্ত ব্রিজ়ের কাছে বড়পাড়া মোড়ে স্থানীয় ব্যবসায়ী আক্তার আলি খানকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের বড় ছেলে বাবু আলি খান মগরা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে লক্ষণ চৌধুরী, বিজয় রাম, বিকাশ পাসোয়ান, একলাক আনসারি, অজয় মোহালি, অমিত রাম এবং আকবর আলি নামে মোট সাত জনকে গ্রেফতার করে পুলিশ।মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন অমিতাভ ঘোষ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২, ১২০বি, ৩৪ এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়। সেই অনুযায়ী চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা চলতে চলতে বিজয়, বিকাশ, একলাক আনসারি জামিন পেয়ে গিয়েছেন। বাকি চার জন জেল হেফাজতে ছিলেন। সংশ্লিষ্ট মামলার শুনানিতে মোট ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। হুগলি প্রথম জেলা আদালতের বিচারক সঞ্জয় শর্মার এজলাসে মামলার বিচার শুরু হয়। এদিন আদালত অভিযুক্তদের সাত জনকেই বেকসুর খালাস ঘোষনা করে।

Leave a Reply