কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো সিবিআই 

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলবার সিটি সেশন কোর্টে সিবিআইয়ের বহু প্রতীক্ষিত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়  কালীঘাটের কাকু খ্যাত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। এদিন নগর ও দায়রা  আদালতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া হয়। কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে সিএফএসএলে পাঠানো হবে বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। সেখানে আগে থেকে সিবিআইয়ের কাছে থাকা কাকুর কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে নমুনা কণ্ঠস্বর।দীর্ঘদিন ধরে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করছিল সিবিআই। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে কালীঘাটের কাকু বারবার আদালতে হাজিরা এড়ানোয় আটকে ছিল প্রক্রিয়া। পাঁচ বার হাজিরা এড়ানোর পর মঙ্গলবার হাজিরা দেন সুজয়কৃষ্ণ। এর পর সিবিআইকে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন বিচারক। আদালতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয়।প্রায় ত্রিশ – চল্লিশ মিনিট ধরে চলে এই প্রক্রিয়া। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কাকুর কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে  পাঠানো হবে। সেখানে আগে থেকে সিবিআইয়ের হাতে থাকা কণ্ঠস্বরের সঙ্গে নমুনা কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে। কণ্ঠস্বর মিলে গেলে নিয়োগ দুর্নীতি তদন্তের মোড় ঘুরে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কোনও ভাবেই তাঁর গলার নমুনা সংগ্রহ করতে পারছিলেন না কেন্দ্রীয় গোয়েন্দারা। অবশেষে দীর্ঘ টালবাহানার পর সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল। নিয়োগ মামলায় এটি যে গোয়েন্দাদের কাছে অন্যতম বড় ‘অস্ত্র’ তা বলার অপেক্ষা রাখে না।মঙ্গলবার বিশেষ  আদালতে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে। এই নমুনা এবার পাঠানো হবে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে। সিবিআই-এর হাতে যে অপর একটি রেকর্ডিং রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে তা সুজয়ের কণ্ঠস্বর কি না?প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দীর্ঘদিন ধরে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নেওয়ার চেষ্টা করছিল। তবে তিনি অসুস্থ থাকায় বারবার গড় হাজির ছিলেন। সেই কারণে নমুনা সংগ্রহ প্রক্রিয়া এতটা দেরিতে হয়। এরফলে তদন্তের ক্ষেত্রেও যথেষ্ঠ সমস্যায় পড়তে হয় এজেন্সিকে। এই নমুনা সংগ্রহের পরই চার্জশিট জমা দেবে সিবিআই। সেখানে তাঁর যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে সেখানে। সিবিআই-এর দাবি, এই কণ্ঠস্বরের নমুনা যদি মেলে তাহলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নতুন মোড় পাবে। জানা যাবে, সুজয়ের সঙ্গে ঠিক কাদের-কাদের কথা হয়েছিল। জেল হেফাজতে পাঠানো হয়েছে কালীঘাটের কাকু কে।

Leave a Reply