মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও ফুল দিয়ে শুভেচ্ছা
সেখ সামসুদ্দিন, ১০ ফেব্রুয়ারিঃ মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেমারি-১ ব্লকের রাধাকান্তপুর হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। একইভাবে দেবীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়েও আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। পরীক্ষার্থীদের হাতে ফুল, চকলেট ও পেন তুলে দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় উপস্থিত ছিলেন মেমারি ১ তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, খাদ্য কর্মাধ্যক্ষ তথা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী গীতা দাস, মেমারী ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, গোপগন্তার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা ভান্ডারী, উপপ্রধান রিপন দাস, গন্তার ২ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেবীপুর আদর্শ স্কুলেও এই সকল ব্যক্তিত্বের সঙ্গে উপস্থিত ছিলেন দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দেবব্রত রায় গন্তার ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির কমিটির সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কৌশিক মল্লিক জানান মেমারি অ্যাপ ব্লকে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে।