খায়রুল আনাম,

বীরভূম : শ্রীনিকেতনের পাকুড়তলায় প্রাতঃকালের বৈতালিক আর উৎসব প্রাঙ্গণে সানাই বাদনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার ২৩ মাঘ, ৬ ফেব্রুয়ারী শুরু হলো শ্রীনিকেতনের ১০৩ তম প্রতিষ্ঠা বার্ষিক উৎসব। যা সবার কাছে মাঘোৎসব বা মাঘমেলা হিসেবে পরিচিত। এই মেলায় আশপাশের গ্রামের কৃষকদের উৎপন্ন ফসলের প্রদর্শনী একটা বিশেষ জায়গা নিয়ে থাকায়, এটি কৃষিমেলা নামেও পরিচিত। বিশ্বভারতীর যে শিক্ষা ব্যবস্থা তারসাথে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামোন্নয়ের উপরে বিশেষভাবে জোর দিয়েছিলেন। ১৯২২ সালের ৬ ফেব্রুয়ারী তিনি এর সূচনা করেন। সেই সময় থেকেই এই মেলা হয়ে আসছে। আশপাশের যে সব গ্রাম বিশ্বভারতীর শ্রীনিকেতন পল্লি সম্প্রসারণ কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে, সেখানকার কৃষিজীবী মানুষদের উপস্থিতি এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত। এই উপলক্ষ্যে এখানে ব্রতী ও যুব সমাবেশও হয়ে থাকে। আনুষ্ঠানিকভাবে এই মেলা তিন দিনের জন্য হলেও, এর রেশ থাকে আরও কয়েকদিন।

Leave a Reply