৩০০ বছরের পুরোনো সরস্বতী মন্দিরে দেবী সরস্বতী পুজীত
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
এ যেন এক অন্য ধরনের সরস্বতী পুজো। যে সরস্বতী পূজোয় প্যান্ডেল, থিম ছাড়াই দেবী সরস্বতী পূজিত হচ্ছেন স্থায়ী মন্দিরে এবং নিজস্ব বেদীতে। এই রকম সরস্বতী পুজো বীরভূমের আর কোথাও হয় না বলে দাবি পুজো উদ্যোক্তাদের। শুধুমাত্র সরস্বতী নয় আজকের এই সরস্বতী পুজোর দিনে সরস্বতীর সাথে একই বেদীতে পূজিত হন দেবী লক্ষী ও মা ভগবতী। তবে এই সরস্বতী পুজোর এবং সরস্বতী তলার মন্দিরের এ সূচনা করেছিলেন সেটা আজও অজানা উদ্যোক্তাদের। এমনই এক ভিন্ন ধরনের সরস্বতী পুজো হয়ে আসছে ৩০০ বছর ধরে বীরভূমের চন্দ্রপুর থানার তাঁতিপাড়া চন্ডীনগর পাড়ায়। বর্তমানে পাড়ার বাসিন্দারাই এই পূজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। স্বভাবতই তাঁতিপাড়া চন্ডীনগর পাড়ার সরস্বতী মন্দিরের সরস্বতী পুজো আজও তার নিজস্ব মহিমায় ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পূজিত হয়ে আসছেন।