মা রটন্তী কালীপূজা উপলক্ষে স্বপ্নের ভেলা সহিত্য পরিবার প্রত্যেক বছরের মত এ বছরও একটি সাহিত্য পত্রিকার প্রকাশ ও সেই উপলক্ষে একটি সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছিল এই অনুষ্ঠানে যোগদান করার জন্য বহু দূর -দূরান্তরের কবিরা সাহিত্যের টানে উপস্থিত হয়েছিলেন-তারাপীঠ থেকে হাজির ছিলেন আহেলী পত্রিকার সম্পাদক গুরুশরণ ব্যানর্জী, পার্থ চক্রবর্তী, বোলপুর থেকে হাজির ছিলেন দীপশিখা পত্রিকার সম্পাদক ও সভাপতি-চিরন্তন দাস, কানন হাঁসদা,সুখ কবি, রঞ্জন সরকার, নতুনহাট থেকে আগত লোচন পত্রিকার সম্পাদক রামদুলাল বৈরাগ্য, এছাড়াও তারকেশ্বর থেকে আগত কবি ও সাহিত্যক দীপংকর পোড়েল,প্রীথা চক্রবর্তী, রুচিতা সাও, মৌলি, তমোঘ্না, শান্তনু মুখোপাধ্যায়, বিবেকানন্দ মণ্ডল, হরমোহন মজুমদার, স্বপ্নের ভেলা পত্রিকার যথাক্রমে সভাপতি ও সম্পাদক:-তপন চক্রবর্তী, রাজর্ষি মজুমদার ছাড়াও পরিবারের অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ যথা- দীপংকর বসু,সবিতাব্রত লাহা,শুভঙ্কর চ্যাটার্জী, রাতুল দত্ত, পঙ্কজ দাস, বিমল চন্দ্র মল্লিক, রাজশ্রী ব্যানার্জী, সুকুমার ব্যানার্জী, রাজীব বৈরাগ্য, শান্তনু মুখার্জী, সুরজিৎ পাত্র, অন্তরা মণ্ডল, সেখ আসরাফুল ইসলাম, নিমাই মৃধা, সুমিত্রা কর্মকার, মহাদেব মুখার্জী, সন্তোষ ঘোষ ,শ্রুতি বৈরাগ্য ,দীনবন্ধু পাল, উত্তম ব্যানার্জী শুক্লা প্রামানিক , প্রবীর কোনার, শ্রীকান্ত পাত্র, অমর মুখার্জী, হেমন্ত ভট্টাচার্য,এছাড়াও বিভিন্ন স্থান থেকে ১৫০ জন কবি সাহিত্যিক যোগাদান করে অনুষ্ঠানটির গৌরব বৃদ্ধি করেছেন।