বাঘের আতঙ্কে আতঙ্কিত জঙ্গলমহলের সারেঙ্গার পড়্যাসোল এলাকাবাসী
।। সাধন মন্ডল বাঁকুড়া:—–বাঘের আতঙ্কে আতঙ্কিত জঙ্গলমহল ।আজ সকালে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পড়্যাশোল গ্রামের কাছে হদ থেকে সারেশকোল যাওয়ার রাস্তায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন এলাকাবাসী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পায়ের ছাপ দেখতে এলাকার মানুষজন ভিড় জমান।হাজির হয় বনদপ্তরের কর্মী ও পুলিশ প্রশাসনের লোকজন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা বলেন সকালে পায়ের ছাপ দেখে আতঙ্ক হয়েছিল। তবে বুঝতে পারছি না এই এলাকায় কি করে বাঘএলো? বাঘ প্রসঙ্গে রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গেছে মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছি। বন বিভাগের কর্মীরা সচেতন রয়েছে। সম্ভবত বাঘটি সারেঙ্গা ব্লকের বেনাচাপড়া ও পড়্যাশোল এলাকায় রয়েছে। বনবিভাগ সজাগ দৃষ্টি দেখেছেন। পইড়া আসল গ্রামের অধিবাসী বাদল দাস বলেন এই প্রথম বাঘের পায়ের ছাপ দেখলাম একটু আতঙ্কে আছি বিশেষ করে ছেলেমেয়েরা এই রাস্তার উপর দিয়েই স্কুলে যায়। তাছাড়া বাড়ির গবাদি পশু এই জঙ্গলেই চরতে যায়। স্কুল ছাত্র সুরজিৎ মাঝি মিলন মুরমু রা বলে, একটু ভয় হচ্ছে স্কুল কিভাবে যাব বুঝতে পারছি না, আগামীকাল ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ,স্কুলে সকালে পতাকা উত্তোলন ও প্রভাব ফেরি হবে তাই সকাল সকাল স্কুলে যাওয়ার কথা। কিন্তু এত সকালে এই রাস্তা দিয়ে স্কুল যেতে ভয় পাচ্ছি। এলাকাবাসী সুদন মাঝি, সীতারাম মুর্মু, রাহুল গুলি, বেলা মাঝি ,দিলীপ বারিক রা বলেন আমরা খবর পেয়ে বাঘের পায়ের ছাপ দেখতে এসেছি একটু ভয়ের মধ্যে আছি।