অবলা জীব


দিলীপ কুমার বিশ্বাস

উঁচিয়ে হাতে বিশাল খাঁড়া,
কিসের লাগি করছো তাড়া,
অবলা জীব দেখে!
চায়নি খেতে তোমার কাছে,
তবুও মিছে লাগছো পাছে,
নিজের কাজ রেখে।
আপন মনে বেড়ায় ঘুরে,
সবার থেকে একটু দূরে,
খিদের জ্বালা সয়ে!
পাবার আশে অনেক কিছু,
ছুটতে থাকে সবার পিছু,
চেয়ে উদাস হয়ে।
ঢলতে দেখে দিনের বেলা,
ভুলতে থাকে সকল খেলা,
বাড়িয়ে মনে দুখ!
তাকিয়ে থেকে উদাস হয়ে,
কাটিয়ে দেয় বেদনা সয়ে,
ভুলে সকল সুখ।
হারালে জ্ঞান বিবেক বুদ্ধি,
চিত্ত তাদের হয়না শুদ্ধি,
ধরার আগে খাঁড়া!
অবলা জীব দেখলে পরে,
হাত উঁচিয়ে ধাওয়া করে,

করতে পাড়া ছাড়া।

সল্টলেক, কলকাতা।

Leave a Reply