কল্যাননগর বিদ্যাপীঠ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবার অন্য মাত্রা পেল


দীপঙ্কর সমাদ্দার: আজ ১৭ ই জানুয়ারি ২০২৫ কল্যাণনগর খেলার মাঠে অনুষ্ঠিত হলো কল্যাননগর বিদ্যাপীঠের এ বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ‌ বিদ্যালযয়ের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে এবারের ক্রীড়া প্রতিযোগিতা ছিল বিভিন্ন দিক থেকে আরো বর্ণময় এবং আকর্ষণীয়।।
প্রতিযোগিতার উদ্বোধন করেন দ্রোণাচার্য কুন্তল রায়। ‌ প্রসঙ্গত, কল্যাণ নগর বিদ্যাপীঠ এর কিছু ছাত্র ডক্টর কুন্তল রায়ের প্রশিক্ষণ অ্যাথলেটিক্সে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। ‌ সারাদিনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বেশ কিছু প্রাক্তন ছাত্র যারা ক্রীড়া ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে বহু সাফল্য অর্জন করেছেন। ছিলেন প্রবীণ ক্রীড়াবিদ স্বদেশ রঞ্জন রায়, আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান দলের সদস্য পলাশ ঘোষ, কলকাতা তিন প্রধান এবং বাংলা দলের প্রতিনিধিত্ব করা ফুটবলার ও বর্তমানে কোচ গৌতম ঠাকুর। ‌ উপস্থিত ছিলেন জেলা স্তরে ক্রীড়াঙ্গনে খেলাধুলা কাজ পরিচালনায় প্রতিষ্ঠিত এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক প্রদীপ কুমার সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিশিষ্ট প্রাক্তন ছাত্র সুকণ্ঠ বণিক, অনুপ সেনগুপ্ত সুশান্ত শিকদার অমিত দত্ত রঞ্জন রাহা সহ বিশিষ্টরা। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী, খরদহ পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য শ্রীমতি নন্দিতা সিনহা শ্রী শান্তনু ভট্টাচার্য এবং পৌর প্রতিনিধি পাপিয়া ভট্টাচার্য। সারাদিন মাঠে উপস্থিত ছিলেন খড়দহ অব পৌরসভার পৌর প্রতিনিধি এবং এই বিদ্যালয়ের শিক্ষক বিভূতিভূষণ শাখারী। ‌ আমন্ত্রিত অতিথি এবং বিদ্যালয়ের আমন্ত্রিত অতিথি এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের স্বাগত জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান সন্দীপ কুমার মৃধা সহ বিদ্যালয়ে বর্তমান শিক্ষক শিক্ষিকারা।
আজকের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২২ টি ইভেন্টে প্রায় ২৫০ এর উপর প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান অভিভাবক অভিভাবকদের জন্য ছিল বিশেষ ইভেন্টের ব্যবস্থা। প্রতিযোগিতার সেরা সেরা পুরস্কারের সম্মানিত হয়েছে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইরফান আলী।

Leave a Reply