রাইপুরে মহামায়া মন্দির উদ্বোধনের তোড়জোড় চলছে জোর কদমে
। সাধন মন্ডল বাঁকুড়া:——-রাইপুরের চাঁদুডাঙ্গা মা মহামায়া মন্দির কমিটির ব্যবস্থাপনায় আগামী ২০শে চৈত্র ইংরেজি তেসরা এপ্রিল বৃহস্পতিবার প্রায় সাড়ে ৩০০ বছরের পুরানো মা মহামায়া মন্দির ভেঙ্গে তা নতুন ভাবে তৈরি হওয়া সুদৃশ্য মন্দির উদ্বোধন হবে। তার প্রস্তুতি চলছে জোর কদমে। এখ্যানযাত্রার পূন্য লগ্নে মহামায়া মন্দির থেকে একটি শোভাযাত্রা রাইপুর বাজার পরিক্রমা করে এবং উক্ত দিনে মন্দির উদ্বোধন হবে তা প্রচার করা হয়। তাছাড়া যে সমস্ত মানুষজন মন্দির নির্মাণে দান করতে ইচ্ছুক বা যারা দান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারা তাদের দান সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়। মন্দির কমিটির আশা উদ্বোধনের দিন লক্ষাধিক মানুষের সমাগম হবে। মন্দির কমিটির সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষ বলেন মন্দির উদ্বোধনের দিন উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের প্রসাদের ব্যবস্থা থাকবে। মন্দির উদ্বোধন করবেন স্থানীয় চিলতোড় গ্রামের বিশিষ্ট আলু ব্যবসায়ী মা মহামায়া একনিষ্ঠ ভক্ত শক্তিপদ মহাপাত্র। বাইশে চৈত্র থেকে মন্দির প্রাঙ্গনে নব কুঞ্জ মহোৎসব শুরু হবে বলে জানা যায়।