সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা, পরবর্তী শুনানি মার্চে?
মোল্লা জসিমউদ্দিন,
মঙ্গলবার এসএসসি, ওবিসি শংসাপত্র মামলার শুনানির পর এবার ডিএ মামলার শুনানিও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি ফের মার্চ মাসে হবে শীর্ষ আদালতে। নতুন বেঞ্চে হবে সেই মামলার শুনানি।সূত্রে প্রকাশ , মঙ্গলবার সময়ের অভাবে আর এই মামলার শুনানি করা যায়নি।তাই সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী মার্চ মাসে শুনানি করা হবে জানানো হলেও আদতে কবে তা হবে? সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্ট অনুযায়ী ডিএ মামলার শুনানি আদালতের চার নম্বর ঘরে হওয়ার কথা ছিল। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এভিএন ভাট্টির বেঞ্চে হত এই মামলার শুনানি। ক্রমতালিকায় একদম শেষের দিকে থাকায় এই শুনানি আদৌ হবে কিনা? তা নিয়ে সংশয় আগে থেকেই ছিল। কারণ অনেক ক্ষেত্রে সময়ের অভাবে শুনানি হয় না। শেষমেশ সেটাই হল। গত ২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। সেই সময়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, -‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন’। তার পরে অবশ্য সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি।মঙ্গলবার ডিএ মামলার শুনানি হলে তা হত ১৪ তম শুনানি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে দাবি দীর্ঘ দিনের। আইনি লড়াইযের পাশাপাশি তাঁরা আন্দোলনও করছেন।শেষ বার জুলাই মাসে সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা। তার পর ফের এদিন মামলাটির চূড়ান্ত শুনানি ছিল শীর্ষ আদালতে। রাজ্য সরকারি কর্মীদের আশা ছিল, এদিনই ডিএ মামলায় চূড়ান্ত নির্দেশ দেবে শীর্ষ আদালত। সুখবরের আশায় ছিলেন তাঁরা।এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায়ের এজলাসে মামলাটি ওঠে। বিকেল সাড়ে তিনটে নাগাদ মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিচারপতি কে বলেন, -‘এর আগে ছটি আদালত এই মামলায় কর্মীদের পক্ষেই রায় দিয়েছে। শেষ পর্যন্ত শীর্ষ আদালত কী রায় দেয়, তা জানতে উন্মুখ হয়ে রয়েছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী’। রাজ্য সরকারের পক্ষে মামলার সওয়াল করতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।যদিও বিচারপতি জানিয়ে দেন, -‘যেহেতু এদিন মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা, তাই দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলবে। কিন্তু আর সেই দীর্ঘ সওয়াল জবাব চলার মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। সেই কারণে মামলাটি আবারও পিছিয়ে দেওয়া হবে’। বিচারপতি জানান, ফের মার্চ মাসে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে।বিচারপতির মুখে এ কথা শুনে কর্মচারীদের আইনজীবীরা মার্চ মাসেব শুনানির জন্য নির্দিষ্ট দিন ঘোষণা করার আর্জি জানান। যদিও বিচারপতি জানিয়ে দেন, -‘তিনি যেহেতু এ মাসের শেষেই অবসর নেবেন, তাই নতুন যে বিচারপতির এজলাসে এই মামলা উঠবে, সেই বেঞ্চই ঠিক করবে মার্চ মাসের কোন তারিখে মামলাটি শুনানির জন্য উঠবে’।