দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে চালু হল অনুষ্ঠান পরিকল্পনাজনিত নতুন সংস্থা ‘আইকনিক’।
১৫ জানুয়ারী ২০২৫ দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে চালু হল অনুষ্ঠান পরিকল্পনাজনিত নতুন সংস্থা “আইকনিক”। অনেক অপেক্ষার পর এমন স্বপ্ন পূরণ হল।
এমন হৃদয় গ্রাহ্য সৃষ্টি সংস্থাতে উপস্থিত ছিলেন ২০২৪- স্বনামধন্য দাবা খেলোয়াড় ও ১৯৯১ সালের গ্র্যাণ্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং দৈনিক বাংলা স্টেটসম্যান-এর সম্পাদক শেখর সেনগুপ্ত। এছাড়াও প্রখ্যাত,- বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় মহাশয়। সঙ্গে অভিনেতা রাজীব বোস, ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টা,- আইনজীবী সুদীপ্ত রায়, ‘আইকনিক’-এর দুই প্রতিনিধি রূপা মালাকার ও লিটসি দাস সহ একাধিক বিশিষ্ট গুণীজন।
“আইকনিক” সংস্থার তরফ থেকে অন্যতম নির্দেশক সাথী সরকার জানিয়েছেন, “একই ছাদের তলায় এখানে সেলিব্রিটি ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংক্রান্ত যাবতীয় কাজ, বিবিধ প্রকার ছাপার কাজ, বাণিজ্যিক সংস্থার কার্যক্রম, বিবাহের কাজ, ফ্যাশন ও পুরস্কার বিতরণী কার্যক্রম ও অন্যান্য কাজ করা হবে।”
এমন শুভরাম্ভে “আইকনিক” এর ঔজল্লোতা সকলের মন কারলো।