নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর কন্ঠস্বর নিতে পারবে সিবিআই, জানালো বিশেষ আদালত 

মোল্লা জসিমউদ্দিন

শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায়  ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে সিবিআই-কে অনুমতি দিল বিশেষ আদালত। আগামী ২১ জানুয়ারি তাঁকে আদালতে পেশ করে তা সংগ্রহ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এদিন বিশেষ এজলাসের  বিচারক জানিয়েছেন, -‘ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিতে পারবে সিবিআই’ , এর পাশাপাশি এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে বিদেশ যাওয়ার অনুমতিও দিল আদালত। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে।সুজয়কৃষ্ণ ভদ্র ইডির মামলা থেকে অব্যাহতি পেলেও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন। এই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আদালত নিয়মিত তাঁর মেডিক্যাল রিপোর্ট চেয়েছে। গত সোমবার এই মামলায় চার্জ গঠনের জন্য সশরীরে নয়, তাঁকে ভারচুয়াল আদালতে পেশ করা হয়। চার্জ গঠিত হয়েছে ‘কালীঘাটের কাকু’-সহ বেশ ৫৪ জনের  বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্যর স্ত্রী-পু্ত্ররাও। এছাড়া ২৬ টি সংস্থার বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন হয়। তার মধ্যে আদালতের বিশেষ নজরে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এর আগেও তাঁর কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে একপ্রস্ত জটিলতা তৈরি হয়েছিল। এবারও সিবিআই অনুমোদন পেল।এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যর বিরুদ্ধে ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গিয়েছে। সেই যুক্তি দেখিয়ে আদালতে তিনি বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তা মঞ্জুর করেছেন বিচারক। বিশেষ এজলাসে জানিয়েছে , -‘যখন দরকার হবে বিদেশ যেতে কোনও বাধা নেই কল্যাণময়বাবুর’। এদিন সিবিআই আদালতে জানায়, -‘তাদের কাছে বেশ কিছু মোবাইল ফোনের রেকর্ডিং রয়েছে। তাতে ‘কালীঘাটের কাকুর’ কণ্ঠস্বর রয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। সেটাই পরীক্ষা করে মিলিয়ে দেখতে চান তাঁরা’।এর আগে আদালতের নির্দেশ ছিল যে ১০ জানুয়ারি সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে তাঁকে কোর্টে এসে হাজিরা দিতে হবে। কিন্তু যেহেতু তিনি শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন তাই এদিন  হাজিরা দিতে পারেননি।সিবিআই পুরোপুরি কণ্ঠস্বর নিতে প্রস্তুত বলে আদালতে জানায়। যেহেতু ‘কাকু’ এদিন হাজিরা দেননি তাই তারা এদিন কোনও নমুনা সংগ্রহ কোর্টে পারেনি। ফের আবেদনের ভিত্তিতে তারা নমুনা সংগ্রহ করতে চেয়ে বিশেষ আদালতে আবেদন জানালে আগামী ২১ তারিখ ‘কাকুর’ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি পেশ করা হয় অসুস্থ কালীঘাটের কাকুকে। বিচারক  জানিয়েছেন , -‘ এই মামলায় মোট ৫৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের যথেষ্ট প্রমাণ রয়েছে। সে কারণেই প্রথম প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের চার নম্বর ধারায় ‘কাকুর’ বিরুদ্ধে চার্জ গঠন করা হয়’।

Leave a Reply