‘রাজ্যের ঐতিহ্য বজায় রাখতে হবে’, ট্রাম মামলায় কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ট্রাম মামলায় গুরত্বপূর্ণ নির্দেশ দিল যে -‘ এভাবে রাজ্যের ঐতিহ্যকে নষ্ট হতে দেওয়া যায় না। ট্রামকে বাঁচিয়ে রাখতে হবে’। এদিন রাজ্যের উচ্চ আদালত এও জানায়, -‘ ট্রামলাইন বুজিয়ে ফেলার কাজ অবিলম্বে বন্ধ করতে হবে’। আদালতের নির্দেশ পালন হচ্ছে কিনা?এবিষয়ে নিশ্চিত হতে রাজ্যকে ছবি-সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এই মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেওয়া খুব সহজ কাজ। কিন্তু রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে। বহু দেশে ট্রাম চলে। কোথাও কোথাও রাস্তার একেবারে মাঝখান দিয়ে।” এ ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে বলেও মনে করছে আদালত।শহরের দু জায়গা থেকে ট্রাম লাইন বুজিয়ে ফেলার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপের নির্দেশের পাশাপাশি আদালতের আরও পর্যবেক্ষণ, “উপর তলার হাত না থাকলে এই ভাবে ট্রাম লাইন বুজিয়ে ফেলা যায় না!” উল্লেখ্য,  তথ্য বলছে, একসময় কলকাতায় একদা  ট্রাম চলত ২৭-২৮টি রুটে। বছর ১৫ আগেও এক ডজন রুটে সচল ছিল ট্রাম। দেড় শতক ধরে শহরের নস্টালজিয়া বহন করা সেই ট্রাম নিয়েই ইদানিং অভিযোগের অন্ত নেই।প্রায়ই অভিযোগ ওঠে, ট্রামলাইনের জন্য দুর্ঘটনা ঘটার। জনসংখ্যার তুলনায় রাস্তা অনেক কম।তাই শেষমেশ ট্রামকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা নিয়েই হাইকোর্টে গড়িয়েছিল মামলা। তাতেই হাইকোর্ট জানিয়ে দিল, -‘ট্রামকে এভাবে তুলে ফেলা যাবে না। বাঁচিয়ে রাখতে হবে শহরের এই ঐতিহ্যকে’। তবে রাজ্যের তরফে এদিন আদালতে দাবি করা হয়,- ‘ ট্রাম লাইন বুজিয়ে ফেলার কোনও নির্দেশ রাজ্যের পরিবহন দফতরের তরফে দেওয়া হয়নি’। এখন দেখার রাজ্য কি পদক্ষেপ গ্রহণ করে কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশে? 

Leave a Reply