‘এর আগেও পুলিশ নবান্ন অভিযান সামলেছে’, ১৬ জানুয়ারি কর্মসূচি নিয়ে হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন ,
বুধবার শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা। ঠিক তার পরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার ফের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ‘সাগর মেলা শেষের পর সেখান থেকে ফিরবেন তীর্থযাত্রীরা। ওই সময় নবান্ন অভিযান হলে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে’, এমন আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানিয়েছিলেন ভরতকুমার মিশ্র নামে এক ব্যক্তি।মঙ্গলবার মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মামলা গ্রহণে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “গঙ্গাসাগর তো ডায়মন্ড হারবারে! নবান্ন তো অন্যদিকে! এর আগেও তো পুলিশ নবান্ন অভিযান সামলেছে!” তবে মামলার চূড়ান্ত রায়দান এদিন করেনি আদালত। আগামী বৃহস্পতিবার সকালে এই মামলার চূড়ান্ত রায় দান করবে প্রধান বিচারপতির বেঞ্চ বলে জানা গেছে ।এর আগে গত বছরের অগস্টে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ। অভিযান ঘিরে চূড়ান্ত গোলমালের পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই কর্মসূচির সমর্থনে সমাজমাধ্যমে ঘুরছে একাধিক পোস্টার। কিন্তু নেপথ্যে কে বা কারা রয়েছে? তা স্পষ্ট নয়।এ ব্যাপারে আন্দোলনকারীদের পরিচয় জানতে চেয়ে এবং কর্মসূচির দিন এবং স্থান পরিবর্তনের দাবি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন ভরতকুমার মিশ্র নামে এই ব্যক্তি। আদালতে তাঁর আর্জি, -‘অভিযানের নামে আবার অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখা দরকার’। ওইদিন একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই অভিযান হবে কিনা, এ ব্যাপারে বৃহস্পতিবার চূড়ান্ত রায়দান করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ