সিলেবাসের বাইরে প্রশ্ন! অতিরিক্ত নাম্বার দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশন কে
মোল্লা জসিমউদ্দিন ,
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এর বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশন কে বড়সড় নির্দেশ দিল। মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০২৪ সালের টেট পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এই মামলায় নিজেদের ভুল ‘স্বীকার’ করে নিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন কর্তৃপক্ষ ।এরপরই ওই পরীক্ষায় যারা অংশ নিয়েছিল বা ওই প্রশ্নের উত্তর লিখেছিল তাঁদের অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নতুন নম্বর যোগ করার পর ফলাফলের ভিত্তিতে ১৯ জানুয়ারি চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা।আদালত সূত্রে জানা গেছে , ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা হয় ২০২৪ সালের জানুয়ারি মাসে। ওই পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন থাকার অভিযোগ ওঠে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ১৯ জন পরীক্ষার্থী।আবেদনকারীদের অভিযোগ, -‘ মাত্র ৮ জন পরীক্ষার্থী পাশ করতে পেরেছেন’। এরপরই কমিশনকে এ ব্যাপারে তাঁদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিন মাদ্রাসা সার্ভিস কমিশন ভুল স্বীকার করে নেওয়ার পর অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ।