(৩০১২/২৪) মহেশতলার গোপালপুর অগ্ৰগামী সংঘ আয়োজিত ছোটদের বসে আঁকা প্রতিযোগিতার মাধ্যমে ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা হয়। উৎসবের আমেজে বহু শিশু শীতের রোদ গায়ে মেখে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রোদ ঝলমলে সকালে শিশু দের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী লক্ষ্মীকান্ত দাস, চিত্রশিল্পী গোপাল মন্ডল ও বিশিষ্ট শিক্ষক মাননীয় গিরিধারী চক্রবর্তী , সম্পাদক শ্রী শীতল মন্ডল, সভাপতি শ্রী পঞ্চানন মন্ডল অন্যতম উদ্যোক্তা শ্রী দুধকুমার নস্কর , সুব্রত সাঁধুখা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

Leave a Reply