পুলিশের নির্ধারিত জায়গাতে করতে হবে অবস্থান বিক্ষোভ, আরজিকর কান্ডে কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে উঠে পুলিশি অনুমতি বিষয়ক মামলা।এদিন হাইকোর্ট জানালো -‘রানি রাসমণিতে নয়, কলকাতা পুলিশের বেছে দেওয়া জায়গাতেই ডাক্তারদের অবস্থান করতে  হবে’ । এদিন  এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।আরজি কর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে রানি রাসমণিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।পুলিশের তরফে অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ডাক্তারদের সংগঠন।ওই মামলাতেই এদিন আদালত জানিয়েছে, -‘ রানি রাসমণির পরিবর্তে ওয়াই চ্যানেলে ধর্না অবস্থান করতে পারবে চিকিৎসক সংগঠন। অবস্থানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকতে পারবেন’। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আগামী ২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্না অবস্থানে বসতে চলেছে চিকিৎসক সংগঠন। এ ব্যাপারে কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকদের সংগঠন । চিকিৎসক সংগঠনের তরফে রানি রাসমণিতে অবস্থান করতে চাওয়া হয়েছিল। তবে জনবহুল এলাকায় যানজট হতে পারে বলে তাতে অনুমতি না দিয়ে ওয়াই চ্যানেলে কর্মসূচি পালনের কথা বলেছিল কলকাতা পুলিশ। এদিন একই কথা জানিয়েছে আদালতও।

Leave a Reply