সমবায় সমিতির নির্বাচনে বাম- কংগ্রেস জোটের কাছে ধরাশায়ী তৃনমূল, নলহাটি এলাকায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
তৃনমূল কংগ্রেস সরকারে বসার পর থেকেই বন্ধ ছিল নলহাটি এক নম্বর ব্লকের কয়থা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন প্রক্রিয়া।দীর্ঘ ১২ বছর পর রবিবার ১৫ ই ডিসেম্বর উক্ত সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। যারফলে সকাল থেকে ছিল টানটান উত্তেজনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ভোট পর্ব মিটতেই ফলাফলের অপেক্ষায় বিবাদমান দুই গোষ্ঠীর লোকজন। ফলাফল প্রকাশিত হতেই শুরু হয়ে যায় বাম- কংগ্রেস জোটের আনন্দ উচ্ছ্বাস। জানা যায় মোট ৩৭ টি আসনের মধ্যে বাম- কংগ্রেস জোটের দখলে আসে ২০ টি এবং শাসক তৃণমূল কংগ্রেসের দখলে যায় ১৭ টি আসন। দীর্ঘদিন পর নির্বাচন এবং শাসক দলকে হারানোর আনন্দে আত্মহারা বাম- কংগ্রেস জোটের কর্মী সমর্থক বৃন্দ। ভোটের ফলাফলের ভিত্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল সেখ বলেন এই জয় মানুষের জয়,কয়থার মানুষের জয়,বাম- কংগ্রেস জোটের জয়। এতদিন নির্বাচন না হওয়ার পিছনে ছিল কোটি কোটি টাকার দূর্নীতি, আত্মসাৎ এজন্য মানুষ ক্ষোভে ফুসছিল।আজ ভোটাধিকার প্রয়োগ করতে পেরে ব্যালটের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেছে। শুধু সমবায় নয় গোটা রাজ্য ব্যাপী মানুষ ঠিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ফলাফল শাসক দলের বিপক্ষে যাবে নিশ্চিত।

Leave a Reply