বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪
‘বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হলো। ‘রেডওয়াইন এন্টারটেইনমেন্ট’ এর উদ্যোগে প্রথমবার এই পুরস্কার দেওয়া হলো। এই বাংলার ফ্যাশন দুনিয়ার কর্মকাণ্ড যারা অন্তরালে থেকে পরিচালনা করেন, এমন কয়েকজন ব্যক্তিকে ১৪ ডিসেম্বর সন্ধ্যায়, আইসিসিআর এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মান জানানো হয়।
সেরা মডেল, সেরা সুপার মডেল, সেরা গ্ৰুমার, সেরা ফ্যাশন আইকন ইত্যাদি বিভিন্ন বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনিন্দ্য সরকার, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার, রেডওয়াইন এন্টারটেইনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্ত, উদ্যোগপতি সঞ্জীব বসাক ও অন্যান্যরা।
আলোকচিত্র শিল্পী অনুপম হালদার বলেন, আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাঁদের অনেককেই মানুষ জানেন না, বা চেনেন না। তাঁদের একটা বড় প্ল্যাটফর্ম দিল রেডওয়াইন এন্টারটেইনমেন্ট। এই পুরস্কার নতুন প্রতিভাদের আরো ভালো কাজ করার জন্য উৎসাহ দেবে।