সারেঙ্গা মিশন ময়দানে চলছে জয় জোহার মেলা।
সাধন মন্ডল বাঁকুড়া:——-পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী জয় জোহার মেলা আজ থেকে শুরু হল ।আজ সারেঙ্গা মিশন ময়দানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন সারেঙ্গার বিডিও তমাল কান্তি সরকার সাথে ছিলেন জয়েন্ট বিডিও রকি চন্দ্র দাস , ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পতি, সারেঙ্গা থানার আইসি সুদীপ হাজরা,ছিলেন জাতীয় শিক্ষক গোরাচাঁদ মুর্মু, এছাড়া সারেঙ্গা ব্লক এলাকার মাঝি বাবা ও গডেৎবাবা গন ও বিশিষ্ট মানুষজন। মেলায় আটটি স্টল রয়েছে ।অনগ্রসর কল্যাণ শ্রেণী দপ্তর, কৃষি বিভাগ, বন বিভাগ ,শিশু উন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিভাগ ,ল্যাম্পস, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগ। রাজ্যের ১৫ টি জেলা ১০২টি আদিবাসী অধ্যুষিত ব্লকে এই মেলা আজ থেকে শুরু হয়েছে চলবে আগামী কাল পর্যন্ত। আজ সারেঙ্গা মিশন ময়দানে ১০ টি সাড়পা নৃত্যের দল ও বেশ কয়েকটি লাগড়ে নৃত্যের দলঅংশগ্রহণ করেছে। আগামীকাল আরো কয়েকটি নিত্য দল অংশগ্রহণ করবে বলে জানা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য পাতা নাচ। এছাড়া চলছে ফুটবল প্রতিযোগিতা। সারেঙ্গায় এই মেলায় ব্লক এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়।