কোলকাতা (১৬ নভেম্বর ‘২৪):- মুম্বইয়ের প্রখ্যাত কণ্ঠসঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর-এর পর এবার বাংলা চলচ্চিত্র জগতের নবাগতা অভিনেত্রী সঙ্গীতা কোনার -কে শুভেচ্ছা জানালেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর স্বনামধন্য অভিনেত্রী নুসরত জাহান।
সন্ধ্যায় এক ঝটিকা সফরে ‘স্টুডিও ও এইচ ডি’ -তে উপস্থিত হয়ে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখার জন্য সঙ্গীতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নুসরত।
বলে রাখা ভালো, গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার-এর লেখা অন্যতম বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’-কে অবলম্বন করে নির্মিত বাংলা কাহিনীচিত্র ‘কফি হাউস’-এর ‘টাইটেল সঙ’ গেয়েছেন বিনোদ রাঠোর।
‘হোয়াইট হর্স পিকচার’ প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ নির্দেশিত বাংলা কাহিনীচিত্র ‘কফি হাউস’-এর ‘টাইটেল সঙ’ রেকর্ড করতে গত ৪ অক্টোবর কোলকাতা এসেছিলেন বিনোদ রাঠোর।
‘কফি হাউস’-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “গৌরিপ্রসন্ন মজুমদারের কথায় ও সুপর্ণকান্তি ঘোষ-এর সঙ্গীত পরিচালনায় মান্না দে-র কণ্ঠে গীত বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ প্রকাশিত হয়েছিল ১৯৮৩ সালে। বাঙালি সমাজে অত্যধিক জনপ্রিয় এই সঙ্গীতকে পৃষ্ঠভূমি রেখে নির্মিত ‘কফি হাউস’-এ নায়িকা (সুজাতা)-র চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি ক্যুইন সঙ্গীতা কোনার।”
‘স্টুডিও ও এইচ ডি’-র পক্ষ থেকে নুসরত জাহান-এর পাশাপাশি শিবু সোম ও সৌরভ ঘোষ-কে ধন্যবাদ জানানো হয়েছে।