অভিষেকের মেয়ে নিয়ে কু মন্তব্য মামলায় সিবিআই বহাল রাখলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন,
বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কু-মন্তব্য করার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চের রায়ের উপর হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানিয়েছে, -‘মামলাকারীর উপর শারীরিক নির্যাতন হয়েছে, মেডিক্যাল রিপোর্টে সেটা স্পষ্ট’। সম্প্রতি এক প্রতিবাদ মিছিল থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে।ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল। পুলিশি হেফাজতে তাঁদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠেছিল।এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পূজা অবকাশকালীন বেঞ্চে গিয়েছিল রাজ্য। বিচারপতি ঘোষের বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়ে জানিয়েছিল রেগুলার বেঞ্চে মামলার শুনানি হবে।এ ব্যাপারে রাজ্য প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মামলাকারীরা। বুধবার ওই মামলায় রাজ্যের আবেদন খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ।এখন দেখার এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয় কিনা?