সম্প্রতি আস্থা ইভেন্ট অর্গানাইজার গর্বের সঙ্গে আয়োজন করেছিল প্রথম শ্যামা সুন্দরী প্রতিযোগিতা ২০২৪। এই প্রতিযোগিতা নারী শক্তির জাগরণ কে চিহ্নিত করে।
ভারতীয় নারীদের মধ্যে যে সৌন্দর্য এবং অন্তর্নিহিত শক্তি আছে তাকে প্রকাশ করাই হচ্ছে শ্যামা সুন্দরী ধারনাটির উৎস। শ্যামা সুন্দরী ধারনাটির মাধ্যমে সকল স্তরের নারীরা তাদের নিজস্ব শক্তি এবং সৌন্দর্য প্রকাশ করতে পারবেন।
এ বছরের শীর্ষ বিজেতারা হলেন:
অঙ্কিতা কর্মকার: আকর্ষণীয়
চোখ
টুইঙ্কল দত্ত: ভারতীয় সৌন্দর্যের
মুখ
রাজ্যশ্রী মুখার্জী: কলকাতার মুখ
হর্ষিতা দাস: মিস বিউটিফুল
স্মাইল
অরোদীপা চৌধুরী: মিস
ভিভেসিয়াস
শ্যামা সুন্দরী ধারণাটি নারীত্বের শক্তিকে জাগরিত করে, যা সকল স্তরের মহিলাদেরকে তাদের সৌন্দর্য ও শক্তি প্রদর্শনের সুযোগ করে দেয়। এই প্রতিযোগীতায় যাদের সরাসরি অংশগ্রহণ করা সম্ভব হয়নি তাঁরা ইভেন্টটির ডিজিটাল ফর্মাটের দ্বারা যুক্ত হতে পারলেন। আধুনিক দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্তির জন্য আস্থা ইভেন্ট অর্গানাইজার অবশ্যই প্রশংসার দাবী রাখে।
প্রতিটি প্রতিযোগী শ্যামা দেবীর প্রতীক হিসাবে প্রতিফলিত হয়েছেন, যা প্রতিযোগিতাটিকে চ্যালেঞ্জিং ও অনুপ্রেরণামূলক করে তুলেছে। এই ক্ষমতায়ন সাফল্যমন্ডিত করার জন্য ও প্রতিযোগীদের অসাধারণ অবদানের জন্য সকল বিজেতা ও প্রতিযোগীদের জানাই আন্তরিক অভিনন্দন।
আস্থা ইভেন্টের সি.ই.ও মিস সৌমিয়া, এই উদ্যোগের প্রতিষ্ঠাতা। তাঁর নেতৃত্বে আস্থা ইভেন্ট নারীদের শক্তি ও সৌন্দর্য প্রকাশের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।যার মধ্যে শ্যামা সুন্দরী ২০২৪ একটি উল্লেখযোগ্য উদ্যোগ। মিস সৌমিয়ার আধুনিক দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি অনুষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।