Spread the love

২১ শে অক্টোবর আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবসে নেতাজি কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণার দাবি তুললেন আইনজীবী জয়দীপ মুখার্জি।

পারিজাত মোল্লা,

নেতাজী সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু কৃর্তক প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকারের ৮১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২১শে অক্টোবর অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরাম কৃর্তক আয়োজিত এক অনুষ্ঠানে, নেতাজী সুভাষচন্দ্র বসুকে অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণার দাবি তুললেন অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী, জয়দীপ মুখার্জী। তিনি বলেন ১৯৪৩ সালের ২১ শে অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি যে আজাদ হিন্দ সরকার তৈরি করেছিলেন তাতে পৃথিবীর ১০টি দেশ স্বীকৃতি দিয়েছিল। আজাদ হিন্দ বাহিনীর আত্মত্যাগ না থাকলে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেত না। আমরা যে স্বাধীনতা ভোগ করছি তা নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মত্যাগ এরই জন্য। অনুষ্ঠানে জয়দীপবাবু নেতাজীর কন্যা অনিতা বসু পাফ এর পাঠানো শুভেচ্ছা বার্তা পড়ে জানান। উল্লেখ্য, ২ মাস আগে জার্মানি তে গিয়ে নেতাজি কন্যা অনিতা বসু পাফ কে সংবর্ধনা জানিয়েছিলেন জয়দীপবাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী সহ শহরের বহু বিশিষ্ট নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *