আগরপাড়া জুট মিল কান্ডে সিবিআই কে তদন্তভার দিল হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার বাংলায় আরও এক ঘটনার তদন্তে দায়িত্ব পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগরপাড়া জুট মিলের জমি দখল এবং জুটের পণ্য পাচারের অভিযোগ উঠেছিল। সেই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। এদিন এই মামলার শুনানিতে সিবিআই কে তদন্তভার দেওয়া হয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দিয়েছেন, -‘যত দ্রুত সম্ভব পুলিশকে ওই তদন্ত সংক্রান্ত তথ্য সিবিআই এর হাতে তুলে দিতে হবে’। আগামী ১১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে । সেদিনই সিবিআইকে তদন্ত করে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতকে।গত শুনানিতে কলকাতা হাইকোর্ট ঘটনার দিন জুটমিলে ঢোকা সব পুলিশ অফিসার এবং ব়্যাফের বডি ক্যাম ফুটেজ সহ খড়দহ থানা এবং আগরপাড়া জুটমিলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিল। সংস্থার মালিকের অভিযোগ , -‘পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে কারখানায় লুটপাট চালাতে সাহায্য করেছে দুষ্কৃতীদের’।রাজ্য এই ঘটনার রিপোর্টও দিয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই রিপোর্টে সরকারের তরফে স্পষ্ট বলা হয়, -‘ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে ছিল বটে কিন্তু দুষ্কৃতীদের মদত দেওয়ার কোনও প্রশ্নই নেই’। রাজ্যের রিপোর্টে অবশ্য পুরোপুরি সন্তুষ্ট হয়নি হাইকোর্ট। এরপর সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দিল সিবিআই তদন্তের নির্দেশ।