সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী,খয়রাশোল থানার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা।পুলিশের তরফে লাগাতার প্রচার করে গাড়ি চালকদের সচেতন করা হলেও পিছু ছাড়ছে না পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনা থেকে বাঁচতে এদিন মঙ্গলবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাশোল থানার আয়োজনে খয়রাশোল থানা প্রাঙ্গন থেকে ট্যাবলো, মাইক সহকারে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়।মাইকের মাধ্যমে গাড়ির চালক সহ পথচলতি মানুষদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।গাড়ির চালকদের উদ্যেশ্যে হেলমেট পড়ে গাড়ি চালানো,দ্রুত গতিতে গাড়ি না চালানো।গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহার না করা।চারচাকা গাড়ির ক্ষেত্রে সিটবেল্ট ব্যবহার সহ নানান বিষয়ে ট্রাফিক নিয়মগুলি অবগত করা হয়। এদিন
র্যালির পুরোভাগে ছিলেন খয়রাশোল থানার ও সি কাবুল আলি,এস আই শান্তনু মন্ডল,এ এস আই চিন্ময় মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারেরা।