জেলা জুড়ে বিজেপির চাক্কাজ্যাম কর্মসূচী, টায়ার জ্বেলে রাস্তা অবরোধ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আরজিকর ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার ভারতীয় জনতা পার্টির ডাকে সারা রাজ্য জুড়ে দুই ঘন্টা ধরে চাক্কা জ্যামের কর্মসূচি ঘোষণা করেন। সেই মোতাবেক রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূম জেলায় ও বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে চাক্কা জাম কর্মসূচি পালন করা হয় বিজেপির পক্ষ থেকে।জেলা সদর সিউড়িতে জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতৃত্ব।রাজনগর ব্লক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চন্দ্রপুরে দুই ঘন্টা ধরে চাক্কা জাম করা হয়। নেতৃত্বে ছিলেন অনুপ গড়াই, সঞ্জয় সেন,ধনঞ্জয় দাস, বংশীধর মালি প্রমুখ। অনুরূপ খয়রাসোল ব্লক বিজেপির পক্ষ থেকেও এলাকায় চাক্কা জাম কর্মসূচি পালন করা হয়।আর.জি.কর হাসপাতালে নির্যাতিতার বিচার এবং রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচারের বিচারের দাবিতে বিজেপির এরূপ কর্মসূচি বলে জানা যায়।উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সাধারণ সম্পাদিকা রীতা পাল,জেলার দুই সম্পাদক সুকুমার নন্দী ও সঞ্জীব বাদ্যকর দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের দলীয় আহ্বায়ক সুখময় গড়াঁই সহ মন্ডলের একাধিক নেতৃত্ব।বিজেপির চাক্কা জাম কর্মসূচি পালনের খবর জেলার অন্যান্য ব্লক এলাকা থেকে ও পাওয়া যায়।