রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন বাকিবুর – শংকর সহ তিনজন
মোল্লা জসিমউদ্দিন,
মঙ্গলবার কলকাতার সিটি সেশন কোর্টের ইডি এজলাসে শর্তসাপেক্ষে জামিন পেলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান, শংকর আঢ্য সহ-৩। এদিন দুপুরে ইডির আর্থিক তছরুপ মামলায় তাঁদের জামিন মঞ্জুর করল সিটি সেশন কোর্ট। জানা গেছে , কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দিতে পারেনি। সেই কারণেই এই তিনজনের জামিন মঞ্জুর করেছে নিম্ন আদালত।যেভাবে ইডি রেশন সংক্রান্ত মামলায় বিস্ফোরক দাবি করছিল আদালতে। তাতে এদিন প্রশ্নের মুখে পড়লো ইডির ভূমিকা।রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে গতবছর প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে ইডি। তাঁকে জেরা করে পাওয়া তথ্য ও নথির উপর ভিত্তি করে পরবর্তীতে গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎ দাস, জ্যোতিপ্রিয় মল্লিক ও শংকর আঢ্যকে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছিল ইডি। মঙ্গলবার ধৃতদের তোলা হয় সিটি সেশন কোর্টে। যথাযথ প্রমাণ না মেলায় বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাস ও শংকর আঢ্যর জামিন মঞ্জুর করে আদালত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, -‘যথাযথ প্রমাণ ছাড়া কোনও মামলায় কাউকে দীর্ঘদিন আটকে রাখা যায় না’। এদিন ইডির এজলাসে সওয়াল-জবাবে ওঠে সেই প্রসঙ্গ। জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে ইডি রেশন দুর্নীতিতে জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি বলে জানা গেছে । দুর্নীতির টাকা ব্যবসায় ব্যবহার করা হয়েছে বলেও প্রমাণ মেলেনি। সেই কারণেই এদিন জামিন মঞ্জুর করা হয়েছে ।রেশন দুর্নীতি মামলায় প্রথম জামিন। জামিন পেলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাস। এই মামলাতেই এখনও জেলবন্দী রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত ফেব্রুয়ারি মাসে রেশন দুর্নীতি মামলায় ইডি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে, বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে থাকে । উল্লেখ্য, আবগারি সংক্রান্ত মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি।চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসেই রেশন বণ্টনে দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরেই গ্রেফতার করা হয় মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী বাকিবুর রহমানকে। সেইসঙ্গেই গ্রেফতার হয় শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাসকে। রেশন দুর্নীতি মামলাতেই জড়িয়েছিল সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম।আজ অর্থাৎ বুধবার জেলমুক্তি হওয়ার কথা জামিনপ্রাপ্ত অভিযুক্ত তিনজনের।