Spread the love

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যবগ্রাম সমিতি জয়লাভ তৃণমূলের

সেখ রাজু,

২৭ শে আগস্ট দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে নবান্ন অভিযানে উত্তাল সমগ্র বাংলা । এই দিনেই সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস । পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের যবগ্রাম সমবায় সমিতির নির্বাচনে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থী জয় লাভ করে । নমিনেশন ফর্ম ২২ ও ২৩ শে আগস্ট তোলার তারিখ ছিল । সেদিন বিরোধীরা কেউ ফর্ম না তোলার জন্য 27 শে আগস্ট মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে তৃণমূল । এই নির্বাচনে পাঁচটি সংসদের মোট ১২২৫ জন ভোটার । ৪৯ জন প্রার্থী সহ বোর্ড মেম্বারের সংখ্যা ৯ জন । এদিন সমিতির ম্যানেজার অনুপম নন্দী ও মঙ্গলকোট ব্লক সমবায় পরিদর্শক ইন্দ্রজিৎ মন্ডলের হাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন ফর্ম জমা দেন । নমিনেশন জমা দেওয়ার সময় সমবায় সমিতি চত্বরে যাতে কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই মঙ্গলকোট থানার পুলিশের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় । তৃণমূল কংগ্রেসের জয়ের উল্লাসে সামিল হতে হাজির হন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকেশব ভট্টাচার্য ও ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ মাসুদুর রহমান । সমিতির নির্বাচনে উপস্থিত তৃণমূল নেতৃত্বরা জানান সমগ্র বাংলার উন্নয়নে সামিল হয়েছে যবগ্রামের সাধারণ মানুষ । উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে আমাদের এই জয়লাভ । বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে পূর্বের মতো শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিন সমবায় সমিতির কাজকর্ম চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *