অবস্থানের এতো দ্রুত রদবদল! CBI/CID , High court/Supreme court , এ বিষয়গুলো মন থেকে ছুটে গিয়ে সরাসরি বুকে লাগে ……!!!!
নাজিবুল ইসলাম মণ্ডল
আমরা যাঁরা নির্বাচকমণ্ডলী , তাদের হয়েছে বেষম দোষ । ভালো মন্দ সব বেবাক গিলতে হয় হজমও করতে হয় ।
আজ যাঁরা রাস্তায় , পুলিশের লাঠি , কাঁদানে গ্যাস , জল কামানের মুখোমুখি চরমপন্থায় রাস্তায় নেমেছে , ক’দিন আগে উচ্চৈস্বরে বলেছেন – CID র উপরে আমাদের বিশ্বাস নেই । যেকোন আইনি ব্যবস্থার জন্য CBI দাবী করতেন । আজ তাঁরা তদন্তকারী (CBI) সংস্থার ও সমালোচনা করছেন ।
আর ক্ষমতাসীনরা বলতে থাকতেন , CBI কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা , আমরা তা মানবো না ! এখন তাঁরা ওই তদন্তকারী সংস্থার উপর বদ্ধমূল বিশ্বাসী । এগুলো অত্যন্ত মুখরোচক সংবাদ পরিক্রমা । ভালো লাগে !
আবার আর একটি চর্চিত আইনি বিষয় , তা হলো — হাইকোর্ট , না সুপ্রিমকোর্ট , কোনটায় মানুষ আস্থাশীল বা বিশ্বাসী । বিচারালয় না আইনি সুরাহা ,কোন্ টা আগে দরকার , বা প্রযোজ্য ! ভাবনার গোলমালে সারা দেশ ,দশ টলছে ,চলছে ! আপনি কি হতে পারেনা বলবেন ؟ না তা আপনি বলতে পারেন না !
সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া নিষ্ঠুরতম অপরাধের নিষ্কৃতি চেয়ে উত্তাল (কয়েকটা শাখা) মানুষ আজ নবান্নমুখী হয়েছিলেন । উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ । এই বিচার আর পদত্যাগ কি সমার্থক ব্যবস্থা ؟ তাতে কি প্রাণ চলে যাওয়া মেয়েটির বিচারের রায় বা শাস্তি মুখ্যমন্ত্রীর পদত্যাগের পরে পরে পেয়ে যাবে ! আমার দেশে এইরূপ অপরাধ ঘটে যাওয়া অপরাধের সলিউশন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে বা পরে অপরাধীর শাস্তি আরোপিত হতে ত্বরান্বিত করেছে !! এমন কোনো তথ্য যদি কারো জানা থাকে , তাহলেএ রাজ্যের মুখ্যমন্ত্রীর এখনি পদত্যাগ করতে হয় ……!!!!
তাতে ভূক্তভোগীরা বাঁচে , আইন বাঁচে , আইন ব্যবস্থা ও বাঁচে …….!!!! দেশ ,দশ বাঁচে !!
27.08.2024 , মঙ্গলবার সন্ধ্যা :8:12