Spread the love

বই প্রকাশন থেকে প্রকাশিত হলো সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাটের জন্মদিনে প্রথম কাব্যগ্রন্থ “না পদ্যমালা”


…………………………………………
ইন্দ্রজিৎ আইচ
…………………………………………

বাংলা সঙ্গীতের জগতে এই মুহূর্তে কিংবদন্তী সঙ্গীত পরিচালক হলেন ক্যালকাটা কয়ার এর কর্ণধার এবং সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট।
দীর্ঘ ৫৫ বছরের বেশি সময় ধরে
তিনি সঙ্গীত সাধনায় যুক্ত আছেন। পাশাপাশি বহু বছর ধরে তিনি নানা কবিতা লিখেছেন ডায়রির পাতায়। তারমধ্যে ৫২ টি কবিতা নিয়ে গত ২২ এ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার শিল্পী কল্যাণ সেন বরাট এর ৭৪ তম জন্মদিনের দিনে উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে বই প্রকাশন থেকে প্রকাশিত হলো
শিল্পী কল্যাণ সেন বরাট এর প্রথম কাব্য গ্রন্থ “না পদ্যমালা”
এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, সুব্রত নাথ মুখোপাধ্যায়,
তরুণ সিংহ, কৌশিক সেনগুপ্ত, রামচন্দ্র পাল, সুমন্ত সেনগুপ্ত, অনিমেষ চৌধুরী, তাপস রায়, নিবেদিতা নাগ তহবিলদার, শুভ দাশগুপ্ত , সঙ্গীত শিল্পী সুজয় ভৌমিক, জনপ্রিয় নৃত্য শিল্পী কোহিনুর সেন বরাট , কবির সেন বরাট ও বই প্রকাশনের কর্ণধার সৌগত চট্টোপাধ্যায়।
আজ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ৭০ জন সঙ্গীত শিল্পী।
এই সমগ্র অনুষ্ঠানটির আয়োজক ছিলো ঐকতান গানের স্কুল।
এই গানের স্কুল টি ২০০০ সালে প্রতিষ্ঠা করেন কল্যাণ সেন বরাট। সব মিলিয়ে এক
সাংস্কৃতিক পরিমন্ডলে জমে উঠেছিলো ঐকতানের এই অনুষ্ঠান। কবি কল্যাণ সেন বরাট
এর এই কাব্য গ্রন্থে প্রতিটা কবিতায় সহজ ও সরলতা। রোজকার জীবন, টুকরো স্মৃতি, সমাজ – রাজনৈতিক জীবন, প্রতিবাদ, ধিক্কার থেকে ছোটদের ছড়া সব রয়েছে তার লেখনীতে।
ভালো লাগে পড়তে ইচ্ছে, অবাক
কথন, মনের মানুষ, ফিরে দেখা, চাওয়া – পাওয়া, আমার ঈশ্বর, আলো, আমি, সুখস্মৃতি, আমি, আমার আমি, আরশি, মনপাখি, মন, সম্পর্ক, জীবনপথে, জীবন যুদ্ধ, দিবাস্বপ্ন, একুশ মানে, প্রার্থনা, ত্রিনয়নী, মাথার দাম, এগিয়ে চলার গান, ভোট নীতি , একটা চিঠি সহ বেশ কিছু কবিতা। এই কবিতা গুলোর মধ্যে কোনো কোনো কবিতা গান হয়ে উঠেছে। এই না পদ্যমালার র ভূমিকা টি লিখেছেন জনপ্রিয়
আবৃত্তিকার ব্রততী বন্দোপাধ্যায়।
সুন্দর, নির্ভুল ছাপা এবং সৌগত চট্টোপাধ্যায় এর অপূর্ব প্রচ্ছদ সকল পাঠক পাঠিকার নজর কাড়বে। বই প্রকাশন থেকে প্রকাশিত বইটির দাম ২৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *