Spread the love

প্রকাশিত হলো সুরঞ্জনা চৌধুরী র সিঙ্গল আধুনিক গান
” প্রতিটি দিন প্রতিটি রাত “


ইন্দ্রজিৎ আইচ
………………………………………….
সঙ্গীত শিল্পী সুরঞ্জনা চৌধুরী।
খুব ছোটবেলা থেকেই বাবা, মা এর হাত ধরেই সঙ্গীত শিক্ষা শুরু করেন । একটু বড় হতেই বাবার বন্ধু সমর কুমার ঘোষ -এর কাছ থেকে সমস্ত রকম গানের চর্চা শুরু। এরপর নজরুলগীতি -তে সঙ্গীত বিশারদ করেন। এরই মধ্যে সমস্ত রকম প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে থাকেন ও পুরষ্কার প্রাপ্তি হয়। এই সঙ্গে উনি ওস্তাদ সাগীরউদ্দীন খাঁ সাহেবের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। তারপর পরম শ্রদ্ধেয়া প্রভাতী মুখার্জ্জীর কাছে দীর্ঘদিন সঙ্গীতের তালিম নিয়েছেন। ২০১০ সালে জনপ্রিয় সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাটের কাছে আধুনিক গান শেখা শুরু। এরপর ওনার সবচেয়ে কঠিন জীবনযুদ্ধ শুরু হয়। প্রথমে Liver stone সেখান থেকে সুস্থ হয়ে ফিরে ৪ বছরের মাথায় আবার ব্রেন স্ট্রোক। কিন্তু সঙ্গীত জীবন তার থেমে থাকতে পারে না। স্বামী সুজিত চৌধুরী, যিনি একজন ভাল গীটারিস্ট তাঁর উৎসাহে ও সাহায্যে আবার কল্যাণ সেন বরাটের কাছে গান শেখা শুরু করেন অনেক শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে।শিল্পী সুরঞ্জনা চৌধুরী এক সাক্ষাৎকারে জানালেন সম্প্রতি শিল্পী তরুন সিংহর কথায় ও কল্যাণ সেন বরাটের সুরে দুটি গান রেকর্ড করেন। ‘প্রতিটি দিন প্রতিটি রাত’, একক ভাবে ও ‘সোনামেয়ে। গত কয়েক মাস আগে সুরঞ্জনা চৌধুরীর সঙ্গে সঙ্গীতা চৌধুরী র ডুয়েট এর মধ্যে মা ও মেয়ের গান ‘সোনামেয়ে মুক্তি পেয়েছিলো K.S.B. AESTHETICS থেকে। সম্প্রতি মোহিত মৈত্র মঞ্চে একক ভাবে ‘প্রতিটি দিন, প্রতিটি রাত’ K.S.B. AESTHETICS থেকে মুক্তি পেলো। এই গানের কথা তরুণ সিংহ র লেখা। শুর করেছেন কল্যাণ সেন বরাট। ইউ টিউবে এই গান টি প্রকাশ পেলো।
গানটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক
কল্যাণ সেন বরাট। শিল্পী সুরঞ্জনা
চৌধুরীর গলায় এই আধুনিক গানটি আলাদা মাত্রা পেয়েছে।
তিনি এদিন সন্ধায় এই গানটি গেয়ে শোনান শ্রোতা দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *