মঙ্গলকোট থানায় রাখি উৎসব পালন
সেখ রাজু,
পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার উদ্যোগে ভাতৃত্বের বন্ধনের রাখি উৎসব পালন করা হয় । মঙ্গলকোট থানার আধিকারিক মধুসূদন ঘোষের নেতৃত্বে পথ চলতি মানুষ এবং গাড়ির চালকদের হাতে রাখি পরিয়ে দিলেন পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়াররা । পুলিশের এহেন পদক্ষেপে খুশি পথ চলতি সকলেই । বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা ও হার্দিক অটুট বন্ধনকে টিকিয়ে রাখতে রাখি বন্ধন কথার উল্লেখ বিভিন্ন সময় পাওয়া যায় । মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের ক্ষতস্থানকে বেঁধে দিতে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী শাড়ির আঁচল ছিড়েছিলেন । কৃষ্ণ প্রতিদান হিসেবে প্রতিশ্রুতি মত কৌরবদের, দ্রৌপদীকে অপমান ও বস্ত্র হরণ রুখে দেন । এই ভাতৃত্বে বন্ধন থেকেই রাখি বন্ধন প্রচলন হয় । অন্যদিকে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গে সময় লর্ড কার্জন বাংলাকে ভেঙে দিতে চেয়েছিল সেই সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়কে এক সূত্রে বাঁধতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন । বর্তমানে দেশ ও বাংলার কথা চিন্তা করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে রাখি বন্ধন উৎসব জরুরী হয়ে পড়েছে । পুলিশ মানে শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা নয় জাতির মেরুদন্ড রক্ষার্থে ভূমিকা অপরিসীম । সেই ভূমিকা নিবারণের এক অভূতপূর্ব পদক্ষেপ দেখা গেল মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষের নেতৃত্বে । পথ চলতি কচিকাঁচা থেকে শুরু করে সকলকেই রাখি পরিয়ে এক সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় ।