শারদীয়া উপলক্ষ্যে সমন্বয় বৈঠকের সরাসরি সম্প্রচার
সেখ রাজু,
আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক সরাসরি সম্প্রচার ও দুর্গাপুজো বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক প্রাঙ্গণে । এদিন মঙ্গলকোটের প্রশাসনিক স্বীকৃতি সহ অন্যান্য দুর্গাপূজা কমিটিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয় । আগামী দুর্গাপুজোয় পুজো কমিটি গুলোর অনুদান পাওয়ার পদ্ধতি, পুজো পরিচালনার সময় সরকারি বিধি-নিষেধ, এলাকায় শান্তি বজায় রাখতে করণীয় কর্তব্য, পুজোর সময় বিদ্যুৎ, প্যান্ডেল ও আনুষাঙ্গিক পুজোর সঙ্গে সম্পর্কিত কাজগুলির বিবেচনা সহ বিসর্জনের সময় কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ । পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনমিত্র সোম ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি পুজো কমিটির 70 হাজার টাকা অনুদান বেড়ে 85 হাজার টাকা হওয়ায় খুশির আনন্দে মেতে ওঠেন উপস্থিত পুজো কমিটির সদস্যরা । তারা জানান যে পরিমাণ টাকা আমরা পেতাম, সেই পরিমাণ টাকা দিয়ে পুজোর আরম্বরতা বজায় রাখতে সক্ষম ছিলাম । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ভালোবাসায় সেই টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়াতে পুজো করতে আমাদের আরোও অনুপ্রেরণা জাগবে । আগামী পুজো আমরা সকলেই ধুমধামের সঙ্গে পালন করব ।