Spread the love

মধ্যপ্রদেশ রাজ্যের বিরা জেলার জোরোট গ্রামের দুই প্রতিবাদী মহিলা আশা পাণ্ডে এবং মমতা পান্ডে তাঁদের জায়গার উপর জোর করে রাস্তা তৈরীর প্রতিবাদ করায় অত্যাচারী মাতব্বরেরা প্রতিবাদীদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে ।স্থানীয় মানুষেরা তাঁদের অকাল মৃত্যুর হাত থেকে উদ্ধার করেন। দেশবাসী স্বঘোষিত খুনিদের আর কতদিন নির্বাক থেকে মদত দিয়ে যাবেন। সময় থাকতে গণকণ্ঠে সামিল হওয়ার আহবান জানিয়ে অত্যাচারীদের কঠোর শাস্তির দাবিতে সোসালিস্ট ফ্রন্টের বর্ধমান শাখার পক্ষ থেকে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বিজয় তোরণের সামনে ম্যান্ডেলা পার্কের পাশে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজকর্মী লক্ষণ দাস ঠাকুরা, বিশ্বজিৎ বিশ্বাস, রবীন্দ্রনাথ প্রামাণিক,সঞ্জীব মন্ডল ,কানাইলাল বিশ্বাস সহ বিশিষ্টজনেরা।মধ্যপ্রদেশ রাজ্যের বিরা জেলার জোরোট গ্রামের দুই প্রতিবাদী মহিলা আশা পাণ্ডে এবং মমতা পান্ডে তাঁদের জায়গার উপর জোর করে রাস্তা তৈরীর প্রতিবাদ করায় অত্যাচারী মাতব্বরেরা প্রতিবাদীদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে ।স্থানীয় মানুষেরা তাঁদের অকাল মৃত্যুর হাত থেকে উদ্ধার করেন। দেশবাসী স্বঘোষিত খুনিদের আর কতদিন নির্বাক থেকে মদত দিয়ে যাবেন। সময় থাকতে গণকণ্ঠে সামিল হওয়ার আহবান জানিয়ে অত্যাচারীদের কঠোর শাস্তির দাবিতে সোসালিস্ট ফ্রন্টের বর্ধমান শাখার পক্ষ থেকে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বিজয় তোরণের সামনে ম্যান্ডেলা পার্কের পাশে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজকর্মী লক্ষণ দাস ঠাকুরা, বিশ্বজিৎ বিশ্বাস, রবীন্দ্রনাথ প্রামাণিক,সঞ্জীব মন্ডল ,কানাইলাল বিশ্বাস সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *